ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিবাদী আইনজীবীদের শান্ত করতে প্রকাশ্যে কান ধরে ওঠবস করলেন আইএএস অফিসার(IAS Officer’s Viral Video)। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা উত্তরপ্রদেশে। একই সঙ্গে প্রশাসনিক ও আইনি মহলে বিতর্ক সৃষ্টি করেছে। এই বিতর্কিত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।
ঘটনার সূত্রপাত (IAS Officer’s Viral Video)
জানা গেছে, ওই আইএএস অফিসারের নাম রিঙ্কু সিং। শাহজাহানপুরের পাওয়ায়নের মহকুমাশাসক হিসাবে সবে মাত্র কাজে যোগ দিয়েছেন তিনি(IAS Officer’s Viral Video)। আর কাজে যোগ দিয়েই প্রথম দিন এলাকা পরিদর্শনে বেরোন রিঙ্কু সিং। সেই তিনি দেখতে পান কয়েক জন শৌচালয়ের বাইরে প্রস্রাব করছেন। এরপরেই তিনি রেগে গিয়ে তাঁদেরকে শাস্তি’ হিসাবে জনসমক্ষে কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। একই সঙ্গে অফিসার দেন, মহকুমা অফিসের প্রাঙ্গণে কাউকে যত্রতত্র আবর্জনা ফেলতে দেখলে তাঁদেরও ওঠবস করাবেন তিনি।তারমধ্যেই একজন আইনজীবী রিঙ্কু সিংকে বলেন যে তিনি একজন ব্রাহ্মণ এবং নোংরা পাবলিক টয়লেটে যেতে পারবেন না। তাই তিনি জনসমক্ষে প্রস্রাব করতে পছন্দ করেন।

আইএএস অফিসারের কান ধরে ওঠবস (IAS Officer’s Viral Video)
এই ঘটনার পরেই প্রতিবাদে নামেন শহরের আইনজীবীরা(IAS Officer’s Viral Video)। আইএএস অফিসারের বিরুদ্ধে সাধারণ জনগণকে হেনস্থার অভিযোগ তুলে ধর্নায় বসেন তাঁরা। আইএএস অফিসারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন তাঁরা। পরিস্থিতি জটিল হতেই বিক্ষোভকারী আইনজীবীদের কাছে পৌঁছে যান রিঙ্কু সিং। কিন্তু আইনজীবীরা তাঁর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। বিক্ষোভ আরও জোরাল হতেই প্রতিবাদী আইনজীবীদের সামনে হাতজোড় করে ক্ষমা চান রিঙ্কু সিং। কান ধরে ওঠবসও করেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। তবে ওই আইএএস অফিসার জানিয়েছেন, উত্তেজনা প্রশমিত করতে এবং স্থানীয় আইনজীবীদের সঙ্গে আরও ভাল সমন্বয় গড়ে তোলার জন্য সেই পদক্ষেপ করেছিলেন তিনি।

আইএএস অফিসারের ব্যাখ্যা (IAS Officer’s Viral Video)
তিনি বলেন, ”তহসিলদার আমাকে বলেছিলেন যে ১০ দিন আগে পর্যন্ত জায়গাটি আরও নোংরা ছিল(IAS Officer’s Viral Video)। তিনি সম্প্রতি জায়গাটি বেশিরভাগ পরিষ্কার করে দিয়েছেন। এরপরেও যদি সমস্যাটি থেকে যায়, তবে এটি আমাদের ভুল, এবং আমি তা মেনে নিচ্ছি। আমি জন্যগণকে আমাদের ভুলগুলি তুলে ধরতে বলেছি যাতে আমরা সেগুলি সংশোধন করতে পারি।’ অন্যদিকে, আইএএস অফিসারের কান ধরে ওঠবস করার ভিডিওটি পোস্ট করা হয়েছে সাংবাদিক সচিন গুপ্তের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন-Army: ‘সুড়ঙ্গ-সন্ত্রাসবাদ’ ব্যর্থ! কেন কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা?