ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে পাকিস্তানে (Ibrahim Zadran)। চ্যাম্পিয়নস ট্রফিতে রোজ কেউ না কেউ গড়ছেন নতুন মাইলফলক। এবার সেই তালিকায় নাম লেখালেন ইব্রাহিম জারদান (Ibrahim Zadran)।
চার দিনের মধ্যে দ্বিতীয়বার ভাঙল রেকর্ড (Ibrahim Zadran)
চার দিনের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙল (Ibrahim Zadran)। আশ্চর্যের বিষয়, দুই ম্যাচই হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। গত সপ্তাহে ইংল্যান্ডের বেন ডাকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড গড়েছিলেন। এবার আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান নতুন নজির গড়লেন ইংল্যান্ডের বিরুদ্ধে।
জাদরানের দুরন্ত ১৭৭ রানের ইনিংস (Ibrahim Zadran)
১২টি চার ও ৬টি ছয় হাঁকিয়ে দুরন্ত ইনিংস খেললেন জাদরান (Ibrahim Zadran)। তিনি মাত্র ১৪৬ বলে ১৭৭ রান করে নতুন রেকর্ড গড়লেন। এই ইনিংসের আগে শচীন তেন্ডুলকর ১৪১ রান করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৯৮ সালে ও সৌরভ গঙ্গোপাধ্যায় ১৪১ রান করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০০ সালে। তাদেরকে টপকে গিয়েছেন জারদান। তিনি নিউজিল্যান্ডের নাথান অ্যাসটল (১৪৫ বনাম আমেরিকা, ২০০৪) ও বেন ডাকেটের (১৬৬) রেকর্ডও ভেঙে দিয়েছেন।
এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পাশাপাশি, আফগানিস্তানের কোনো ব্যাটারেরও সর্বোচ্চ রান এটাই। এর আগে জাদরানের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৬২, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২২ সালে।
আরও পড়ুন: Leonel Messi Punishment: এমএলএসের শাস্তির মুখে লিওনেল মেসি
পাকিস্তানের মাটিতেও রেকর্ড
এছাড়া, পাকিস্তানের মাটিতে এটি চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। তিনি কপিল দেবের ঐতিহাসিক ১৭৫ (১৯৮৩ বিশ্বকাপ) রানকেও টপকে গিয়েছেন। তবে তিনি এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৮৩ (১৯৯৯ বিশ্বকাপ, শ্রীলঙ্কার বিরুদ্ধে) রানের পরেই রয়েছেন।
আফগানিস্তানের ৩২৫/৭, দুরন্ত প্রত্যাবর্তন
ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ভালো শুরু করতে পারেনি। প্রথমে ব্যাট করে, জোফ্রা আর্চারের (৩/৬৪) আগুনে বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় দল। মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান।
আরও পড়ুন: Jasprit Bumrah: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে আবেগপ্রবণ বুমরাহ
এরপর, জাদরান ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি (৪০) মিলে ১০৩ রানের পার্টনারশিপ করেন। পরে আজমতুল্লাহ ওমরজাই (৪১) এবং জাদরান মিলে ৭২ রান যোগ করেন।
সবশেষে, মোহাম্মদ নবি (৪০ রান, ২৪ বল) ও জাদরান মিলে ১১১ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে আফগানিস্তানকে ৩২৫ রানে পৌঁছে দেন। এই ইনিংস ইংল্যান্ডকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে।