ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইসিসি-র ম্যাচের সময় একদিন কমানোর সম্ভাব্য পদক্ষেপটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন (4-Day Test Match) হবে এবং ছোট দেশগুলিকে আরও বেশি টেস্ট এবং দীর্ঘ সিরিজ খেলতে সাহায্য করতে পারে।
চারদিনের টেস্টে সম্মতি দিচ্ছে আইসিসি (4-Day Test Match)
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে ছোট দলগুলোর জন্য চারদিনের টেস্ট ম্যাচ অনুমোদন করতে প্রস্তুত (4-Day Test Match)। তবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ঐতিহ্যবাহী পাঁচদিনের টেস্টই খেলবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদন অনুযায়ী, লর্ডসে সদ্যসমাপ্ত ডব্লিউটিসি ফাইনালের সময় এই বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ চারদিনের টেস্ট নিয়ে ইতিবাচক মত দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, “জয় শাহ ২০২৭-২৯ চক্রের আগে চারদিনের টেস্ট অনুমোদনের পক্ষে মত দেন। এতে ছোট দলগুলো আরও বেশি টেস্ট খেলতে পারবে এবং দীর্ঘ সিরিজও আয়োজন করা সহজ হবে।”
ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের জন্য পাঁচদিনের ঐতিহ্য থাকছে (4-Day Test Match)
তবে অ্যাশেজ, বর্ডার-গাভাস্কার ট্রফি এবং নতুন নামকরণ হওয়া অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি—এই ঐতিহ্যবাহী সিরিজগুলো পাঁচদিনের পাঁচটি ম্যাচ নিয়েই হবে (4-Day Test Match)। ইংল্যান্ড-ভারতের মধ্যে হেডিংলেতে শুরু হতে যাওয়া প্রথম অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম সংস্করণ থেকেই তা প্রযোজ্য।
আরও পড়ুন: Dale Steyn: দশকের যন্ত্রণার পর দক্ষিণ আফ্রিকার ঘরে এল টেস্ট শিরোপা, আবেগে ভাসলেন ডেল স্টেইন
আইসিসি ২০১৭ সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য চারদিনের টেস্টের অনুমোদন দিয়েছিল। গত মাসে ইংল্যান্ড জিম্বাবোয়ের সঙ্গে ট্রেন্টব্রিজে চারদিনের টেস্ট খেলেছে। ২০১৯ ও ২০২৩ সালেও আয়ারল্যান্ডের সঙ্গে তারা চারদিনের টেস্ট খেলেছিল।
সময় ও খরচ বাঁচাতেই এই উদ্যোগ
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, “অনেক ছোট দেশই টেস্ট ম্যাচ আয়োজন করতে অনিচ্ছুক, কারণ এতে অনেক সময় ও ব্যয় লাগে। চারদিনের টেস্ট চালু হলে তিন ম্যাচের সিরিজও তিন সপ্তাহের কম সময়ে শেষ করা যাবে।”
চারদিনের টেস্টে প্রতিদিন অন্তত ৯৮ ওভার খেলাতে হয়, যেখানে পাঁচদিনের টেস্টে থাকে ৯০ ওভার। অতিরিক্ত সময়ে খেলা চালিয়ে সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন: Karthik on Gill: টেস্ট অধিনায়কত্বের গুরুত্ব এখনো বুঝতে পারেনি শুভমান গিল! কেন বললেন দিনেশ কার্তিক?
গত সপ্তাহে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাদের ভবিষ্যৎ সূচি খুবই কম। এটা নিয়েও আইসিসি-র মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা হয়েছে।
২০২৫-২৭ চক্রে এখনই বদল নয়
তবে ২০২৫-২৭ ডব্লিউটিসি চক্রে পুরনো নিয়ম অনুযায়ী পাঁচদিনের টেস্টই থাকবে। এই চক্র শুরু হচ্ছে মঙ্গলবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের সিরিজ দিয়ে। এই চক্রে মোট ২৭টি সিরিজ হবে ৯টি দলের মধ্যে। এর মধ্যে ১৭টি সিরিজ হবে দুই ম্যাচের। তিন ম্যাচের সিরিজ হবে ছয়টি। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে পাঁচ ম্যাচের করে একটি করে টেস্ট সিরিজ খেলবে।