Last Updated on August 14, 2025 by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইসিআইসিআই ব্যাঙ্ক ১ অগাস্ট তাদের নির্দেশিকায় সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালান্স ৫০ হাজার রাখার কথা জানায় (ICICI Bank Minimum Balance)। তীব্র সমালোচনার মুখে পড়ে সেই নিয়মে পরিবর্তন আনলো। কমিয়ে দিলো মিনিমাম ব্যালান্সের পরিমাণ।
ICICI Bank News (ICICI Bank Minimum Balance)
ভারতের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা আইসিআইসিআই ব্যাঙ্ক কদিন আগেই তাদের নতুন নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় জানানো হয় সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স ৫০ হাজার টাকা রাখতে হবে। সেই মতো তারা এলাকা ভিত্তিক ভাগ করে জানিয়ে দেয় নূন্যতম ব্যালান্সের পরিমাণ। তারপরই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় এই সংস্থাকে।। সেই বিক্ষোভের মুখে দাঁড়িয়ে তারা তাদের সিদ্ধান্ত থেকে পিছু হতে আসে (ICICI Bank Minimum Balance)।

গ্রাহকদের স্বস্তি দিতে আইসিআইসিআই ব্যাঙ্ক নতুন গ্রাহকদের জন্য ন্যূনতম টাকা রাখার পরিমাণ কমিয়ে এনেছে। ব্যাঙ্ক জানিয়েছে, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়মগুলি আবার সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রো ও শহরতলি এলাকার গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ১৫ হাজার টাকা, সেমি আরবান বা মফঃস্বল এলাকায় কাস্টমারদের ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে সাড় ৭ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় আড়াই হাজার টাকা। আগের নির্দেশিকা অনুযায়ী যার পরিমাণ ছিল যথাক্রমে ৫০, ২৫, ও ১০ হাজার টাকা (ICICI Bank Minimum Balance)।
তবে এই নিয়ম বেতন অ্যাকাউন্ট, প্রবীণ নাগরিক/পেনশনভোগী (৬০ বছরের বেশি), বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট/প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আরও পড়ুন: NASA Astronaut: সুনীতা উইলিয়ামসের সঙ্গীর অবসর ঘোষণা, জানালো NASA
তবে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে নূন্যতম ব্যালান্স না থাকলে জরিমানা দিতে হবে গ্রাহককে। ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে গ্রাহকদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত বদল। গ্রাহকদের প্রত্যাশা পূরণের জন্যই তাদের সেই সংশোধনী এবং তারা আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ২০২০ সালে ন্যূনতম ব্যালেন্স নিয়ম বাতিল করেছিল। অন্যান্য বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কই কম নূন্যতম ব্যালেন্সের সীমা রেখেছে তাদের গ্রাহকদের জন্য। যার পরিমাণ সাধারণত দু’হাজর থেকে ১০ হাজার টাকার মধ্যে আছে (ICICI Bank Minimum Balance)।