ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার হাটগাছা (Illegal Call Center) পোস্ট অফিস এলাকার অন্তর্গত জোধ ভীম রোডের একটি বাড়ির প্রথম তলায় অবস্থিত একটি অবৈধ কল সেন্টারে গত ১৭ জুলাই রাতের অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা দফতর (ডিডি) ও সাইবার পুলিশ স্টেশনের যৌথ দল। এই অভিযানটি সাইবার থানায় নথিভুক্ত GDE/No.400 তারিখ ১৭.০৭.২০২৫-এর ভিত্তিতে পরিচালিত হয়।
২৪টি মোবাইল ফোন! (Illegal Call Center)
অভিযান চলাকালীন পুলিশ ওই চক্রের কাছ থেকে ২৪টি মোবাইল (Illegal Call Center) ফোন, ২২টি কম্পিউটার হার্ড ডিস্ক, ২টি রাউটার, ৬টি হেডসেট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে ছিল গ্রাহকদের তথ্য, কল লিড, ডায়ালারের স্ক্রিনশট, রিমোট অ্যাক্সেস সফটওয়্যার এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র। পুরো স্থানটি সিল করে ফরেনসিক ও প্রক্রিয়াগত পরীক্ষার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
গ্রেফতার মূল অভিযুক্ত (Illegal Call Center)
গ্রেফতারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত ওয়াদুদ আহমেদ এবং স্থানীয় হ্যান্ডলার মজিদ (Illegal Call Center) অন্যতম। তাদের জিজ্ঞাসাবাদে ওয়াদুদ আহমেদের অফিসের হদিস পাওয়া যায়, যার নাম “আলা ফ্যাশন”, ঠিকানা তোপসিয়ার কুস্তিয়া রোডের ১বি/২৪। এই অফিসটি তিলজলা থানার অধীনে পড়ে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ফ্ল্যাট চুক্তিপত্র, শ্রমিকদের সঙ্গে করা চুক্তি, বিভিন্ন ছুটি ও লাইসেন্স সংক্রান্ত নথিপত্র এবং ওয়াদুদ আহমেদের নামে একটি চেক বই উদ্ধার করে।
আরও পড়ুন: HS 3rd Semester Routine: এগিয়ে এল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, পরীক্ষা কবে?
এই ঘটনার ভিত্তিতে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারাসমূহ-৬৬, ৬৬সি, ৬৬ডি, ৮৪বি ও ৪৩ এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ধারা ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮ ও ৩৪০(২) অনুযায়ী একটি মামলা রুজু হয়েছে। তদন্ত এখনো চলছে।