ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় অভিবাসীদের সুরক্ষা নিয়ে আশ্বাস দিল ভারতীয় দূতাবাস (Illegal Migrants Seek Help)। আমেরিকা থেকে পানামায় নির্বাসিত ভারতীয় অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে পানামা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারত সরকার। পানামায় ভারতীয় দূতাবাস জানায়, অভিবাসীরা সুরক্ষিত আছেন এবং তাদের একটি হোটেলে রাখা হয়েছে, যেখানে প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে।
কী বলেছে দূতাবাস? (Illegal Migrants Seek Help)
ভারতীয় দূতাবাস এক্স (প্রাক্তন টুইটার)-এ এক বিবৃতিতে জানিয়েছে (Illegal Migrants Seek Help), “পানামা সরকার আমাদের জানিয়েছে যে, আমেরিকা থেকে একদল ভারতীয় পানামায় পৌঁছেছে। তারা সম্পূর্ণ নিরাপদ এবং একটি হোটেলে রয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের দূতাবাস দল তাদের সঙ্গে কনস্যুলার যোগাযোগ স্থাপন করেছে। আমরা পানামা সরকারের সঙ্গে মিলে তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছি।”
পানামায় বন্দি প্রায় ৩০০ অভিবাসী (Illegal Migrants Seek Help)
এই বিবৃতি এমন এক সময় এসেছে, যখন একটি প্রতিবেদনে দাবি করা হয় যে, আমেরিকা থেকে নির্বাসিত প্রায় ৩০০ জন অভিবাসী পানামার একটি হোটেলে আটকে আছেন (Illegal Migrants Seek Help)। তাদের মধ্যে ইরান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের নাগরিক রয়েছেন।
আরও পড়ুন: Deep Sea Station: গভীর সমুদ্রে নতুন ঘাঁটি চিনের! ড্রাগনের লক্ষ্য শুধুই গবেষণা?
প্রতিবেদনে আরও বলা হয়, কিছু অভিবাসী হোটেলের জানালায় “Help” লিখে সাহায্যের আবেদন জানান। কেউ কেউ জানালায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলেন, “আমরা আমাদের দেশে নিরাপদ নই”।
পানামার দাবি, জোর করে আটক রাখা হয়নি অভিবাসীদের
তবে পানামার সরকার অভিবাসীদের জোর করে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে। পানামার নিরাপত্তামন্ত্রী ফ্র্যাঙ্ক অ্যাব্রেগো বলেন, “আমেরিকা থেকে আসা এই অবৈধ অভিবাসীদের প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এটি পানামা ও আমেরিকার মধ্যে একটি অভিবাসন চুক্তির অংশ।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক কর্তৃপক্ষ তাদের নিজ নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করছে। তাই অভিবাসীদের হোটেলের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
আমেরিকা কেন পানামায় পাঠাচ্ছে অভিবাসীদের?
আমেরিকা কিছু দেশের অভিবাসীদের সরাসরি তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই পানামাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। একইভাবে কোস্টারিকাও বুধবার আমেরিকা থেকে অভিবাসীদের একটি বিশেষ ফ্লাইট গ্রহণ করবে।
আরও পড়ুন: Trump vs Zelenskyy: ট্রাম্প বনাম জেলেনস্কি! কেন বাড়ছে কথার যুদ্ধ?
ট্রাম্পের কড়া অভিবাসন নীতি
গত বছর আমেরিকার নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি কিছু অভিবাসীকে “দানব” ও “পশু” বলে আখ্যা দেন।
গত মাসে দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে নির্বাসিত করব।” এই কঠোর নীতির অংশ হিসেবেই আমেরিকা থেকে নির্বাসিত অভিবাসীদের পানামায় পাঠানো হচ্ছে।