ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াগরাজে (Prayagraj) দেখতে চলেছেন এক টুকরো বাংলা। মহাকুম্ভে (Mahakumbh) হবে বাংলা গান (Iman Chakraborty)। আর সেই গানের মঞ্চ মাতাবেন বাংলার শিল্পীরা। যাদের মধ্যে অন্যতম শিল্পী হিসেবে রয়েছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। পরনে থাকবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র লেখা গেরুয়া শাড়ি।
বহুদিনের পরিকল্পনা (Iman Chakraborty)
যদিও পরিকল্পনা বহুদিনের ছিল। গত ৩১ শে জানুয়ারি ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) মহকুম্ভের অনুষ্ঠান করার কথা থাকলেও, তা হয়নি। কারণ পদপিষ্টের ঘটনার পর সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। নতুন করে আরেকটি তারিখ নির্ধারিত হয়। মহাকুম্ভ শেষ হতে আর বেশি দেরি নেই। আগামী শিবরাত্রিতেই মহাকুম্ভ শেষ হবে। উৎসবের একেবারেই শেষ প্রান্তে প্রয়াগরাজ পৌঁছে গেলেন ইমন চক্রবর্তী। সঙ্গে স্বামী নীলাঞ্জন ঘোষ।
সাজবেন গেরুয়া বসনে (Iman Chakraborty)
মহাকুম্ভের এই অনুষ্ঠান নিয়ে ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) প্রস্তুতি বহুদিনের। ২০২৪ এর একদম শুরু থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। এই অনুষ্ঠান নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। এমনকি অনুষ্ঠানের দিন তিনি কি পরবেন সেটাও ঠিক করে নেন। যার নেপথ্যে মূল কারিগর হিসেবে রয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায়। জানা গিয়েছিল, ইমন সাজবেন গেরুয়া বসনে। তাঁর শাড়িতে লেখা থাকবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র । বৃহস্পতিবারের অনুষ্ঠানে সেই পোশাকেই দেখা যাবে সঙ্গীত শিল্পীকে।
আরও পড়ুন: Puber Moyna: ভুল ধরিয়ে দেওয়ার অনুরোধ, কাজ শিখতে এ কি বললেন ঐশানি?
কী লিখলেন ইমন?
ইতিমধ্যেই তিনি স্বামীর সঙ্গে পৌঁছেও গিয়েছেন। বিমানবন্দরে স্বামী নীলাঞ্জনের সঙ্গে ছবি তুলে পোস্ট করে লিখেছেন ” যাই একটু কুম্ভ মেলায় গান শুনিয়ে আসি। আগামীকাল আমাদের মহাকুম্ভে পারফরমেন্স আছে। সঙ্গীত নাটক একাডেমিকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ”। গতকাল অর্থাৎ বুধবার তিনি প্রয়াগরাজে পৌঁছেছেন। আর অনুষ্ঠান রয়েছে বৃহস্পতিবার। তবে শুধু সঙ্গীত শিল্পী ইমন নন, তার সঙ্গে রয়েছেন বাংলার সংগীত শিল্পী জুটি, সৌরেন্দ্র এবং সৌমজিৎ।
আরও পড়ুন: Director Swapan Saha: ‘জীবনকৃতি’ পুরস্কার পেলেন পরিচালক স্বপন সাহা
মহাকুম্ভের শেষ লগ্নে পুণ্যস্নান
১৪৪ বছর পর পর আসে মহাকুম্ভের মহাযোগ। গত ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। টানা ৪৫ দিন ব্যাপী চলছে এই অনুষ্ঠান। আর এই মহা যোগে পূণ্য স্নান করতে উদগ্রীব গোটা দেশ থেকে শুরু করে বিদেশের মানুষরা। ইতিমধ্যেই বাংলার বহু সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব, মহাকুম্ভের সঙ্গমে পূণ্য স্নান সেরেছেন। আগামী শিবরাত্রির পূণ্য তিথিতে শেষ হতে চলেছে এই মহাযোগ। তার আগেই মহাকুম্ভে যোগ দিচ্ছেন অনেকেই। সেই তালিকায় দেখা গিয়েছে রচনা ব্যানার্জী, শ্রীমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা কুমারের মতো একাধিক টলিউড তারকাকে। সম্প্রতি পরিবার সহ অপরাজিতা আঢ্যকেও(Aparajita Auddy) দেখা গিয়েছে মহাকুম্ভে।