ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘুম থেকে ওঠার সময়েই যেন আরও বেশি করে চোখ জুড়ে আসে(Improve Energy Levels)। শরীর আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। অ্যালার্ম বন্ধ করে, পাশ ফিরে শোয়া যেন এক অবচেতন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। শরীর একরকম টেনে-হিঁচড়ে বিছানা থেকে নামলেও, বিছানার মায়া কাটিয়ে কাজে মন বসানো কঠিন হয়ে পড়ে। শরীরটাকেও কোনও মতে বয়ে নিয়ে যেতে হয়। এমন সমস্যায় ভুগছেন বহু মানুষ। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবলম্বন করতে পারেন এই পন্থা ।
১) ঘুমকে গুরুত্ব দিতে হবে:(Improve Energy Levels)
দিনের শুরুটা ভাল হওয়ার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন(Improve Energy Levels)। সে ক্ষেত্রে কত ক্ষণ ঘুমোচ্ছেন এবং ঘুমের মান কেমন— দু’টিই সমান গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো জানেন, সুস্থ থাকতে রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, ঘুম যেন নিরবচ্ছিন্ন হয় সে দিকেও খেয়াল রাখা প্রয়োজন।

২) সক্রিয় থাকতে হবে:(Improve Energy Levels)
রাতে ভাল ঘুম হলে পরের দিনটা সুন্দর হবে(Improve Energy Levels)। ভাল ঘুমের জন্য শারীরিক ভাবে সক্রিয় থাকা বিশেষ ভাবে প্রয়োজন। হালকা শরীরচর্চা, হাঁটাচলা, সাইক্লিং, সাঁতার কাটার মতো ব্যায়ামেও শারীরিক কসরত হয়। মস্তিষ্কে রক্ত চলাচলও উন্নত হয়।

আরও পড়ুন: Cancer Risk in Antacid: অম্বলের ওষুধেই ক্যান্সারের সম্ভাবনা! সতর্ক করল সিডিএসসিও
৩) মিষ্টিজাতীয় খাবার বাদ দিতে হবে:
সারা দিন ধরে যা যা খাচ্ছেন তার মধ্যে অতিরিক্ত চিনি যেন না থাকে। মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করতে না পারলে অন্ততপক্ষে দিনের শুরুতে এই জাতীয় খাবার এবং পানীয় খাওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে। তা হলে দিনের শুরুতেই ক্লান্তি ঘিরে ধরবে না।

সারা দিন চনমনে থাকতে হলে দিন শুরু করতে পারেন কমপ্লেক্স কার্ব এবং প্রোটিন জাতীয় খাবার খেয়ে। প্রাকৃতিক শর্করা রয়েছে এমন খাবার, ফল বাদ দেওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন: Smoking: ধূমপানের অভ্যাস ছাড়তে পারছেন না? জানুন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায়