ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময়টা সেই ২০১৫ সাল, তারপর মাঝে কেটে গিয়েছে দশ বছর (Imran Khan Come back)। এই দশ বছরে পর্দায় দেখা যায়নি বলিউড (Bollywood) অভিনেতা ইমরান খানকে (Imran Khan)। এমনকি তারকাদের পার্টিতেও তাঁকে দেখা যেত না। কারণটা অনেকের কাছেই অজানা থাকলেও, তাঁকে মিস করতেন সবাই। সেই ইমরান খান আবারও পর্দায় ফিরছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাব নতুন ছবিতে। ইমরানের বিপরীতে থাকবেন কোন নায়িকা?
খুশি অনুরাগীরা (Imran Khan Come back)
একটা সময় বলিউডের হার্টথ্রব ছিলেন ইমরান খান (Imran Khan Come back)। মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম ছিল না। কম সংখ্যক কাজ করলেও, খুব সহজেই অনুরাগীদের মন জিতে নিয়েছিলেন। তাঁর অভিনয়, মিষ্টি লুক থেকে শুরু করে সিনেমার চরিত্রগুলো এখনও মানুষ মনে রেখেছে। স্বাভাবিক ভাবেই যখন শোনা গেল, সেই ইমরান খান আবারও পর্দায় ফিরছেন, শুনে ভীষণ খুশি অনুরাগীরা। এবার তিনি তাঁর অভিনয় কেরিয়ারে কামব্যাকের জন্য বেছে নিলেন ওটিটিকে (OTT)।
জুটি বাঁধছেন কার সঙ্গে? (Imran Khan Come back)
বলিউডের গুঞ্জন বলছে, নেটফ্লিক্সে (Netflix) আগামী এপ্রিল মাস থেকেই শুরু হবে ইমরানের নতুন কাজের শুটিং (Imran Khan Come back)। বহু বছর পর পর্দায় ফিরে তিনি জুটি বাঁধতে চলেছেন ভূমি পেডনেকরের (Bhumi Pednekar) সঙ্গে। বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে বলে কথা। তিনি সিনেমা জগতে কামব্যাক করছেন, এটা কম বড় খবর নয়। তাছাড়া নিজের চেহারা আর অভিনয়ে দর্শকদের মনে অনেকদিন আগেই জায়গা করে নিয়েছিলেন। তবে মাঝে আচমকা হারিয়ে গিয়েছিলেন। কেন হারিয়ে গিয়েছিলেন, তা জানা যায়নি।
আরও পড়ুন: Three Khan: আমিরের বাড়িতে শাহরুখ-সলমনের আড্ডা, তিন খানের মধ্যে কী কথা হল?
চলছে প্রি প্রোডাকশনের কাজ
এখন জোরকদমে চলছে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ। যদিও এই ছবির গুঞ্জন অনেকদিন আগেই শোনা গিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে জানা যায়, ছবিটির স্ক্রিপ্ট লিখবেন দানিশ আলম। আর প্রযোজনা সামলাচ্ছেন ইমরান খান এবং তাঁর এক বন্ধু। প্রথম দর্শনেই নাকি ছবিটি নেটফ্লিক্সের তরফ থেকে অনুমোদন পেয়েছে। কিন্তু ততদিনে ছবির চিত্রনাট্য তৈরি হয়নি। তাই চুক্তিও সই হয়নি।
আরও পড়ুন: Anupam-Prashmita: অনুপমের প্রিয় প্রস্মিতার হাতের মটন! জমজমাট বিয়ের দ্বিতীয় বসন্ত
বলিউডের পোক্ত খেলোয়াড়
আপাতত ২০১৫ সালের পর আবারও কোনও প্রজেক্টে দেখা যেতে চলেছে ইমরান খানকে। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ‘কাট্টি বাট্টি’ (Katti Batti) । ছবিটি দর্শক মনে বেশ সাড়া ফেলেছিল। তবে ২০১১ সালে ‘দিল্লি বেলি’ (Delhi Belly) ছবির মাধ্যমে ইমরান প্রমাণ করে দিয়েছিলেন, তিনি বলিউডের একজন পোক্ত খেলোয়াড়। আগামী কাজ কতটা সুপারহিট হবে, কিংবা সেই পুরনো ছকেই ইমরানকে দেখা যাবে কিনা, তা সময় বলবে।