অভ্রদ্বীপ দাস, কলকাতা: জয়নগরের পর ফারাক্কা! নাবালিকার ধর্ষণ-খুনে দু’জন দোষী সাব্যস্ত মাত্র ৬০ দিনে, সাজা ঘোষণা শুক্রবার। গত ১৩ অক্টোবর, বিজয়াদশমীর দিন ঘটেছিল নারকীয় ঘটনাটা। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিত হালদার (২৩) নামের দুই ব্যক্তি। অভিযোগ, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু।
জানা গিয়েছে, ঘরে নিয়ে গিয়ে, অভিযুক্ত দীনবন্ধু ও শুভজিত মিলে নির্মমতম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর। তারপর শ্বাসরোধ করে হত্যা করে ওই নাবালিকাকে। ঘটনায় জঙ্গিপুরের এস.পি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট (special investigation team)। দুই অভিযুক্তকে গ্রেফতার করে যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। মাত্র ৬০ দিনের মধ্যেই মিলতে চলেছে নারকীয় এই ধর্ষণ খুন কাণ্ডের বিচার। বুধবার ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় বিচারক দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। মাত্র দুই মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ। সাজা ঘোষণা ১৩ ডিসেম্বর।
গত ১৩ অক্টোবর ফরাক্কায় দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর নয়েকের এক নাবালিকা। প্রায় তিন ঘন্টা বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দী মৃতদেহ। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধু হালদারকে ব্যাপক মারধর করেন। হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন ,তথ্য প্রমাণ লোপাট এবং পকশো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেফতার করে। দীনবন্ধুকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরো এক যুবক জড়িত রয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/joynagar-verdict-within-2-months-of-incident/
১৯ অক্টোবর পুলিশ শুভ হালদারকে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত শুভর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ। নাবালিকাকে খুন ও তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। শিশু কন্যা নির্যাতন খুন কাণ্ডে এক পর্যায়ে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয় ফারাক্কা। এই খুনের মামলায় যুক্ত দুই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। অবশেষে সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে আজ বৃহস্পতিবার দীনবন্ধু হালদার এবং শুভ হালদারকে দোষী সাব্যস্ত করা হয়। আগামীকাল শুক্রবারই রায় প্রদান করবে জঙ্গিপুর মহকুমা আদালত।