ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওভাল টেস্ট-এর উত্তেজনা এবার ভারতীয় ড্রেসিং রুমে। ম্যাচ (IND vs ENG Test) শেষ হওয়ার আগেই ভারতীয় বোলিং কোচ মর্কেলের মুখে শোনা গেল সিরাজের প্রশংসা।
খেলার আপডেট (IND vs ENG Test)
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক বোলিং করেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। দলের বোলিং দায়িত্ব অনেকবারই দক্ষতার সাথে সামলেছেন দলের বোলিং বিভাগের নেতা যশপ্রীত বুমরা কিন্তু বুমরার অনুপস্থিতিতে যেন সিরাজ হয়ে ওঠেন আরও বেশি ধারালো এবং ক্ষুরধার। সেই সুবাদেই যোগ্য সম্মান পাচ্ছেন মহম্মদ সিরাজ। সেরকমই জানিয়েছেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মূলত চালকের আসনেই ছিল ইংল্যান্ড দল কিন্তু সিরাজের আগ্রাসী বোলিং এবং ধারালো স্পেলের কাছে ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়তে বাধ্য হয় এবং জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় ভারতীয় শিবির (IND vs ENG Test)।

মর্কেল তাঁর কথায় আরও যোগ করেন ‘সিরাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত প্রবৃত্তি রয়েছে। ও ওর প্রাপ্য সম্মান পাচ্ছে দেখে আমি খুবই খুশি’।
ওভালে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য যখন চার উইকেটের প্রয়োজন ছিল তখন ইংল্যান্ডের আর দরকার ছিল মাত্র ৩৫ রান (IND vs ENG Test)। হ্যারি ব্রুক ও জো রুটের পার্টনারশিপে ইংল্যান্ড ম্যাচে অনেকটাই এগিয়ে কিন্তু চা পানের বিরতির আগে তিন উইকেট তুলে নিয়ে ভারত আবার ম্যাচে ফিরে আসে। হাতে বেশি রান বাকি না থাকলেও এই ম্যাচ যে ইংল্যান্ডের জন্য একদমই সহজ হবে না সেটা ছিল স্পষ্ট অবশেষে সিরাজের বোলিং-এর জোরে ইংল্যান্ডকে থামতে হয় ৩৬৭ রানে, ভারতের এই জয়ে দলের সদস্যদের সাথে আনন্দে ভাসছে সমর্থকরাও।

গোটা সিরিজ জুড়েই চলেছে টানটান উত্তেজনা, যখনই মনে হয়েছে ভারতের হয়তো এই ম্যাচে (IND vs ENG Test) হার নিশ্চিত আর তখনই সিরাজের বোলিং-এ ভরসা করে ভারত এই ম্যাচে ফিরে এসেছে বারবার এবং অবশেষে জয় ছিনিয়ে নিয়েছে। দুই ইনিংস মিলিয়ে সিরাজর খাতায় এসেছে ৯ উইকেট। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল আগেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিরাজকে, তাঁর অনবদ্য বোলিং এবং হার না মানা ইচ্ছাশক্তির জন্য। বুমরার অনুপস্থিতি যেন সিরাজ বুঝতেই দেয় নি ভারতীয় দলকে। তাই যত বেশি দিন যাচ্ছে সিরাজের কাঁধে বেড়ে চলেছে দায়িত্ব এবং ভারতীয় দলের সমর্থকদের প্রত্যাশা।