ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত ইংল্যান্ডের শেষ হওয়া টেস্ট সিরিজ নিয়ে এখনও চর্চা চলছে (IND vs ENG Test Cricket)। সিরাজের কথাই বারবার ঘুরে ফিরে আসছে এই সিরিজের শেষে। এবার সিরাজ সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন প্রাক্তন তারকা।
Cricket (IND vs ENG Test Cricket)
সদ্য শেষ হয়েছে ভারত আর ইংল্যান্ডের টেস্ট সিরিজ। যা নিয়ে এখনও চলছে চর্চা আর সেই চর্চার কেন্দ্রবিন্দুতে যাঁর নাম বারবার উঠে আসছে তিনি আর কেউ না ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (IND vs ENG Test Cricket)। প্রায় একা হাতে ভারতকে ম্যাচ জিতিয়েছেন সিরাজ। বুমরাহীন দলকে একাই নেতৃত্ব দিয়েছে ম্যাচে। তাঁর বোলিং স্টাইল এবং উইকেট নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় সেলিব্রেশন, মাঠে সিরাজ যেন ‘একাই একশো’।
ইংল্যান্ডের ক্রিকেটারদের চোখে চোখ রেখে পাল্লা দিয়ে লড়াই করেছেন মাঠে। সেই চর্চা যেমন মাঠ থেকে ছড়িয়ে পড়েছে মাঠে তেমনই চর্চা চলছে ইংল্যান্ড ড্রেসিং রুমেও। তাই সিরাজকে একটি বিশেষ নামে ডাকতে শুরু করেছেন তাঁরা। ম্যাচ শেষে সেই কথাই ফাঁস করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড।

সিরাজকে কোন নামে ডাকেন ইংল্যান্ডের ক্রিকেটাররা?
এই সিরিজ়ে ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা গিয়েছে স্টুয়ার্ট ব্রডকে। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচ শুরুর আগে নেট প্র্যাক্টিস করছিলেন দুই দলের ক্রিকেটাররা। তখন মাঠে উপস্থিত ছিলেন ব্রড। সেই সময়ের কথা উল্লেখ করে ব্রড জানান ‘আমি তখন মাঠেই ছিলাম। বেন ডাকেট ব্যাটিং প্র্যাক্টিস করছিলেন।
অন্য দিকে সিরাজ পাশেই ভারতের নেটে একটানা বোলিং করছিলেন (IND vs ENG Test Cricket)। তখন ডাকেট হাসিমুখে সিরাজকে ডেকে বলেন, ‘সুপ্রভাত, মিস্টার অ্যাংরি। কেমন আছ তুমি?’ জবাবে সিরাজ কিছু না বললেও হাসি ফুটে ওঠে তাঁর মুখে। যেহেতু খেলার মধ্যে সব সময় লড়াকু মানসিকতা নিয়ে থাকে সিরাজ, তাই ইংল্যান্ডের ক্রিকেটাররা ওঁকে মিস্টার অ্যাংরি বলে ডাকেন।’

আরও পড়ুন: Vastu Tips: সামনেই রাখি, কিন্তু ভুলেও এই পাঁচ উপহার দেবেন না তাতে ধরতে পারে সম্পর্কে ফাটল
সিরাজের ভূয়সী প্রশংসা করেছেন ব্রড। জানিয়েছেন, হ্যারি ব্রুকের ক্যাচ মিস করার পরে কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন সিরাজ। পাঁচ ওভার পরে মাঠে ফেরেন নিজেকে শান্ত করে। তারপরেও যেভাবে কামব্যাক করেছেন এবং বোলিং করেছেন, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য।
একার কাঁধে বোলিং দায়িত্ব নিয়ে সেটা সঠিক ভাবে পালন করেছেন সিরাজ (IND vs ENG Test Cricket)। তাঁর আগ্রাসী মনোভাব আর সেলিব্রেশন দেখে বলা যেতেই পারে ময়দানে যেন তিঁনিই ‘অ্যাংরি ইয়ং ম্যান’।