Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ম্যাচটি উৎসর্গ করলেন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবার এবং ভারতীয় সেনাবাহিনীকে(IND VS PAK Asia Cup)। ম্যাচ শেষে সূর্য বলেন, “আমরা মনে করি এটাই সঠিক সময় শহিদ পরিবারগুলির পাশে দাঁড়ানোর এবং সংহতি জানানোর। এই জয় আমাদের সশস্ত্র বাহিনীর জন্য, যারা নিজেদের সাহসিকতার মাধ্যমে দেশকে অনুপ্রাণিত করে চলেছেন।আমরাও মাঠে সুযোগ পেলেই ওঁদের মুখে হাসি ফোটাতে চাই।”
পাকিস্তানের বিপক্ষে একতরফা লড়াই (IND VS PAK Asia Cup)
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারত কার্যত একতরফা লড়াইয়ে পাকিস্তানকে হারায়(IND VS PAK Asia Cup)। মাত্র ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে প্রথম দল হিসেবে সুপার ফোরে পৌঁছে যায় গৌতম গম্ভীরের ছেলেরা।
বোলিংয়ে আগ্রাসন(IND VS PAK Asia Cup)
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান(IND VS PAK Asia Cup)। কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাক ব্যাটাররা। হার্দিক পান্ডিয়ার হাতে প্রথম ওভারেই ফেরেন ওপেনার সাইম আয়ুব। বুমরার আঘাতে ফেরেন হ্যারিস। এরপর অক্ষর, বরুণ ও বিশেষ করে কুলদীপ যাদব পাকিস্তানের ব্যাটিং ধ্বংস করে দেন।
কুলদীপ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১২৭ রান। শেষদিকে শাহীন আফ্রিদি কিছুটা লড়াই করলেও পাকিস্তানকে রক্ষা করার জন্য তা যথেষ্ট ছিল না।

আরও পড়ুন : North Korea : বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড, বিদেশি সংস্কৃতির প্রভাব রুখতে কিমের কড়া পদক্ষেপ
ব্যাটিংয়ে নিশ্চিত জয়(IND VS PAK Asia Cup)
ছোট টার্গেট তাড়া করতে নেমে ভারতের ওপেনার অভিষেক শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। মাত্র ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে দেন(IND VS PAK Asia Cup)। শুভমন দ্রুত আউট হলেও সূর্যকুমার যাদব এবং তিলক ভর্মার জুটি পাকিস্তানের সব আশা শেষ করে দেয়।
শেষে অধিনায়ক সূর্য ৩৭ বলে অপরাজিত ৪৭ রানে থেকে মুকিমকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। সঙ্গে ছিলেন শিবম দুবে, যিনি ৭ বলে ১০ রান করেন।

আরও পড়ুন : IND VS PAK Asia Cup : ২২ গজেও বদলা, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত
সুপার ফোর নিশ্চিত ভারতের(IND VS PAK Asia Cup)
এই জয়ে ভারত নিশ্চিত করল সুপার ফোরের টিকিট। আগামী ১৯ সেপ্টেম্বর দুর্বল ওমানের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। গম্ভীর বাহিনীর লক্ষ্য একটাই—ক্লিনশিট রেখেই পরবর্তী পর্বে ওঠা।