Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতা মানেই একটি জাতির অস্তিত্বের গর্ব (Independence Day 2025)। ভারতের জন্য ১৫ অগাস্ট শুধুই একটি তারিখ নয়, এটি যুগান্তকারী এক অধ্যায়ের সূচনা। কিন্তু জানেন কি, বিশ্বে আরও কয়েকটি দেশ আছে যারা এই একই দিনে তাদের স্বাধীনতা বা জাতীয় ঐক্যের দিন উদ্যাপন করে?
দক্ষিণ কোরিয়া (Independence Day 2025)
দক্ষিণ কোরিয়ায় ১৫ অগাস্ট দিনটি পরিচিত ‘গওয়াংবোকজল’ নামে, যার অর্থ ‘আলোর পুনরুদ্ধার’ (Independence Day 2025)। ১৯৪৫ সালে জাপানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এই দিনে। ১৯৪৮ সালে গঠিত হয় স্বাধীন কোরীয় সরকার। প্রতি বছর এই দিনটি পালন করা হয় কুচকাওয়াজ, পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এটি কোরীয় জনগণের আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক।
উত্তর কোরিয়া (Independence Day 2025)
দক্ষিণ কোরিয়ার মতো, উত্তর কোরিয়াও ১৫ অগাস্টকে ‘মুক্তি দিবস’ হিসেবে পালন করে (Independence Day 2025)। দীর্ঘ ৩৫ বছরের জাপানি শাসনের পর এই দিনে কোরিয়ার স্বাধীনতা ফিরে আসে। উত্তর কোরিয়ায় এদিন পালন করা হয় সামরিক কুচকাওয়াজ ও নানা সাংস্কৃতিক আয়োজনে।
কঙ্গো প্রজাতন্ত্র
১৫ অগস্ট, ১৯৬০, এই দিনেই কঙ্গো প্রজাতন্ত্র মুক্ত হয় ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে। ১৯৫০ ও ৬০-এর দশকের প্রবল স্বাধীনতা আন্দোলনের পর আসে এই ঐতিহাসিক মুহূর্ত। এদিন সরকারি ছুটি থাকে এবং সারা দেশে চলে উৎসব, কুচকাওয়াজ ও স্মৃতিচারণা।
লিকটুনস্টাইন
ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিকটুনস্টাইনেও ১৫ অগাস্ট পালন করা হয় জাতীয় দিবস হিসেবে। যদিও এটি স্বাধীনতার দিন নয়, তবে এটি দেশটির ঐক্য, আত্মপরিচয় ও রাজপরিবারের সঙ্গে জনগণের সংহতির প্রতীক। এদিন ভাদুজ ক্যাসেলে রাজপরিবারের সঙ্গে নাগরিকদের দেখা হয়, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।
আরও পড়ুন: Severed Leg Mystery: ডায়মন্ড হারবারে রাস্তার ধারে মিলল কাটা পা!
বাহরিন
১৯৭১ সালের ১৫ অগস্ট, বাহরিন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রোটেকটোরেট থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করে। যদিও তারা ১৬ ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করে, তবুও ১৫ অগস্ট তাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন বাহরিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।