Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতা দিবসের প্রাক্কালে (Independence Day Meat Sale) দেশের একাধিক রাজ্যের পৌরসভা এলাকায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন শহরে মাংসের দোকান ও কসাইখানা বন্ধ রাখার নির্দেশ ঘিরে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় সরকারের কাছে একটি স্পষ্ট গাইডলাইন ও ‘ড্রাই ডে’ ক্যালেন্ডার প্রকাশের আবেদন জানাল পোলট্রি ফেডারেশন অফ ইন্ডিয়া (PFI)।
মাংস বিক্রির ক্ষেত্রেও ক্যালেন্ডার প্রকাশের দাবি (Independence Day Meat Sale)
‘ড্রাই ডে’ বলতে সাধারণত বোঝায় সেই দিনগুলি, যেদিন মদ বিক্রি নিষিদ্ধ থাকে (Independence Day Meat Sale)। এবার সেই একইভাবে মাংস বিক্রির ক্ষেত্রেও বছরভিত্তিক ক্যালেন্ডার প্রকাশের দাবি জানানো হয়েছে। এই মর্মে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী এসপি সিংহ বাঘেলকে চিঠি দিয়েছে PFI। চিঠিতে বলা হয়েছে, আগে থেকে নির্দিষ্ট দিনগুলি চিহ্নিত থাকলে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে পারবেন, এবং শেষ মুহূর্তে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না।
মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ (Independence Day Meat Sale)
চলতি বছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের নাগপুর (Independence Day Meat Sale), নাসিক, ছত্রপতি সম্ভাজিনগর ও কল্যাণ-দোম্বিভ্যালি পৌরসভা এলাকায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকি জন্মাষ্টমীর-র দিনও হায়দ্রাবাদে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিয়ম অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কারা?
এই ধরনের সিদ্ধান্তে শুধু ব্যবসায়ীরা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ওপর নির্ভরশীল দৈনিক মজুরির কর্মীরাও। পোলট্রি ফেডারেশনের সভাপতি রণপাল ধান্দা এই বিষয়ে কেন্দ্রকে জানিয়েছেন, যদি কোনও বিশেষ দিনে দোকান বন্ধ রাখতে হয়, তবে কমপক্ষে তিন মাস আগে জানানো উচিত। সেই সঙ্গে মাংস বিক্রি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কমিটিতে PFI-এর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে।PFI আরও দাবি করেছে, শ্রাবণ মাসের মতো ধর্মীয় সময়কালে মাংস বিক্রির নিষেধাজ্ঞা যেন শুধুমাত্র মন্দির বা ধর্মীয় স্থানসংলগ্ন এলাকাতেই সীমাবদ্ধ থাকে, গোটা শহরে নয়।