Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রাম্পের কথায় শুরু হয়েছে নতুন করে জল্পনা। ভারতকে ‘বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম’ ক্রেতা বলে ট্রাম্পের উল্লেখ (India America Relations)।
ট্রাম্পের কথায় জল্পনা (India America Relations)
রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কের নীতিতে আমেরিকা আর ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর একদিকে যেমন চেপেছে শুল্ক তেমনই এসেছে জরিমানা। সব মিলিয়ে এখন সেই হার ৫০ শতাংশ (India America Relations)।
রাশিয়া ও আমেরিকা দুই শক্তিধর দেশের মধ্যে চলা টানাপোড়েনের আঁচ এসে পড়েছে ভারতে। ট্রাম্প বারবার যুদ্ধ বিরতির কথা বললেও পুতিন তাঁর সুর নরম করে নিই এখনও। সেই কারণেই মনে করা হচ্ছে ভারতের উপর চাপ সৃষ্টি করে পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতেই ভারতের উপর শুল্ক। তাই ঘুরপথে চাপসৃষ্টি (India America Relations)।
চলতি সপ্তাহের শেষ দিকে পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, রাশিয়ার অর্থনীতি একেবারেই ভাল নয়। আমেরিকার শুল্কনীতি এবং আন্তর্জাতিক চাপের কারণেই তাঁদের অর্থনীতি চাপে পড়ে গেছে। ট্রাম্পের বক্তব্য, ‘রাশিয়া একটি সম্ভাবনা পূর্ণ দেশ, তাই তাঁদের উচিৎ আরও ভাল করে দেশ গঠনে মন দেওয়া’ (India America Relations)।

এখনও পর্যন্ত যা খবর তাতে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে চলেছে পুতিনের। সেই বৈঠক নিয়ে ট্রাম্প পুতিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিঁনি বলেছেন তাঁর মতে ‘পুতিন সম্মান বজায় রেখেছেন’। ট্রাম্প মনে করেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপের থেকে এটাই ভাল, এবং এই বৈঠক গঠনমূলক হবে বলেই তাঁর ধারণা (India America Relations)।
ভারতকে ‘বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম’ ক্রেতা বলে ট্রাম্প তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন। তিঁনি আরও বলেছেন যদি ভারত তেল কেনা না বন্ধ করে তবে সে ক্ষেত্রে ‘শুল্ক-জরিমানা’ চাপবেই। তবে বিশেষজ্ঞদের মতে এই চাপ সৃষ্টির প্রধান উদেশ্য হলো রাশিয়াকে চাপে ফেলা।

তবে সেই হুঁশিয়ারির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজনাথ সিংহ ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁদের কথায় স্পষ্ট ভারত সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। রাশিয়া আর আমেরিকার এই বৈঠকে কোনও মীমাংসার রাস্তা বেড়িয়ে আসে কিনা এখন সেই দিকেই লক্ষ। সেই বৈঠকের পর এও দেখার ভারত আমেরিকার সম্পর্ক কোন দিকে যায় (India America Relations)।