ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত পাকিস্তান থেকে সবরকম আমদানি নিষিদ্ধ করেছে (India Bans Import)। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।
জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে কঠোর পদক্ষেপ (India Bans Import)
পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ভারত সরকার পাকিস্তান থেকে সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে (India Bans Import)। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বাণিজ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে।
জাহাজ চলাচল ও ডাক পরিষেবাও বন্ধ (India Bans Import)
ভারতীয় বন্দরগুলিতে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে (India Bans Import)। একইসঙ্গে, ভারতীয় জাহাজগুলিও পাকিস্তানি বন্দরে যেতে পারবে না। ডাক বিভাগের নির্দেশে পাকিস্তান থেকে আসা সমস্ত ডাক ও পার্সেল পরিষেবা স্থগিত করা হয়েছে।
বাণিজ্যিক সম্পর্কের অবনতি
২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং ‘সর্বাধিক অনুকূল দেশ’ মর্যাদা প্রত্যাহার করেছিল। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এই বাণিজ্য কমে দাঁড়িয়েছে মাত্র ৬৪৭ মিলিয়ন ডলারে।
আরও পড়ুন: Goa Temple Stampede: লাইরাই যাত্রায় পদপিষ্ট ৬! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
ইন্দাস জলচুক্তি স্থগিত
ভারত সরকার ১৯৬০ সালে স্বাক্ষরিত ইন্দাস জলচুক্তি স্থগিত করেছে। এই চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান ইন্দাস নদীর জল ভাগ করে ব্যবহার করত। ভারতের এই সিদ্ধান্তের পর পাকিস্তান এটিকে ‘যুদ্ধ ঘোষণার সমান’ বলে মন্তব্য করেছে।
ভিসা বাতিল ও নাগরিকদের প্রত্যাবর্তন
ভারত, পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা পরিষেবা স্থগিত করেছে। যারা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। এতে চিকিৎসা ভিসাধারীরাও অন্তর্ভুক্ত।
সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
লাইন অফ কন্ট্রোল (LoC) ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী টানা নয় দিন ধরে গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।
আরও পড়ুন: Caste Census: জনগণনার সঙ্গে হবে জাতগণনাও, ঘোষণা কেন্দ্রীয় সরকারের
পাকিস্তানের প্রতিক্রিয়া
ভারতের এই পদক্ষেপগুলির পর পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করেছে এবং ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে। পাকিস্তান সতর্ক করেছে যে, ইন্দাস নদীর জল প্রবাহ ব্যাহত হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে।
চরম উত্তেজনা
পাহালগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। উভয় দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর দুই দেশের উপর নিবদ্ধ রয়েছে।