ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে ফের একবার চরম উত্তেজনা দেখা দিয়েছে(India Close Airspace)। সূত্রের খবর, এই ঘটনার পর ইসলামাবাদ আশঙ্কা করছে যে ভারত যে কোনও সময় প্রত্যাঘাত করতে পারে। সেই আশঙ্কায় ইতিমধ্যেই পাকিস্তান কড়া সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
আকাশসীমায় নজরদারি (India Close Airspace)
পাকিস্তান সরকারের নির্দেশে দেশটির আকাশসীমায় নজরদারি বাড়ানো হয়েছে(India Close Airspace)। শুধু ভারতীয় বিমানের উপরই নয়, ভারতের আকাশসীমা ব্যবহার করে কোনও বিদেশি বিমান পাকিস্তানে প্রবেশ করলেও তাতে কড়া নজরদারি চালানো হচ্ছে। কোনও বিমান যেন অনুমতি ছাড়া পাকিস্তানের আকাশে প্রবেশ না করে, সেই বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের সব উড়ান বুধবার বাতিল করা হয়।
ভারতের পাল্টা পদক্ষেপ (India Close Airspace)
অন্যদিকে, ভারতের তরফ থেকেও পাল্টা পদক্ষেপ নিতে দেখা গেছে(India Close Airspace)। এতদিন পাকিস্তানের বিমানগুলি ভারতের আকাশসীমা এড়িয়ে চলছিল সতর্কতা হিসেবে। তবে এবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পাক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ এখন থেকে কোনও পাক বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না।এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাতায়াতকারী পাকিস্তানি বিমানগুলিকে দীর্ঘতর পথ অবলম্বন করতে হবে। ফলে বেড়ে যাবে উড়ান সময়, জ্বালানি খরচ এবং টিকিটের মূল্য। একই রকম সমস্যায় পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলিও। পাকিস্তান আকাশপথ বন্ধ থাকায় তাদেরও বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র (India Close Airspace)
এই সংকটময় পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র(India Close Airspace)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) প্রশাসনের তরফে বলা হয়েছে, দুই দেশকেই দায়িত্বশীল সমাধানের পথে হাঁটতে হবে। বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, তিনি ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলবেন এবং পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে, তার ব্যবস্থা নিতে বলবেন। তবে মার্কিন প্রশাসন ভারতের পাশে থাকলেও পাকিস্তানকে সরাসরি দোষারোপ করেনি, বরং দুই দেশকে ‘শান্তিপূর্ণ সমাধান’-এর বার্তা দিয়েছে।

আরও পড়ুন:Balochistan Attack : বালোচিস্তানে বিদ্রোহী দমন অভিযান পাক সেনার! গুলিতে নিহত অন্তত ১০ বালুচ বিদ্রোহী
আন্তর্জাতিক উদ্বেগ (India Close Airspace)
পহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারতের তীব্র প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে, দেশটি আর কোনও রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করবে না(India Close Airspace)। পাকিস্তানও নিজের সীমান্ত ও আকাশসীমা রক্ষায় সজাগ। তবে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা যে শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য।পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া না গেলে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সংলাপই এই মুহূর্তে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এখন প্রয়োজন দায়িত্বশীল ও সুপরিকল্পিত পদক্ষেপ।