ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র, এমনই খবর একাধিক শীর্ষ সংবাদমাধ্যমের (India Defence Budget)। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানানো হয়নি, তবে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত অতিরিক্ত বাজেট পেশ করা হতে পারে, এমনটাই ইঙ্গিত মিলছে।
বর্তমানে প্রতিরক্ষা বাজেট কত? (India Defence Budget)
২০২৫ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেটে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৯.৫৩ শতাংশ বেশি (India Defence Budget)। এই বাড়তি বরাদ্দের মূল উদ্দেশ্য ছিল,
- সীমান্ত সুরক্ষা জোরদার করা
- আধুনিক যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ
- দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে উৎসাহ দেওয়া (Make in India)
- পরিকাঠামো উন্নয়ন ও সামরিক প্রশিক্ষণ
এ বার তার উপর আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের সম্ভাবনা, যা হলে মোট প্রতিরক্ষা বাজেট গিয়ে দাঁড়াবে প্রায় ৭.৩ লক্ষ কোটি টাকায়, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ।
কেন এত বরাদ্দ বাড়ছে? (India Defence Budget)
গত সপ্তাহে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে সফল হামলার পর ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে (India Defence Budget)। এতে ভূমিকা রেখেছে,
- রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (‘সুদর্শন চক্র’ নামে পরিচিত)
- ভারতীয় প্রযুক্তিতে নির্মিত অস্ত্র ও ড্রোন
- আধুনিক যুদ্ধবিমান এবং নজরদারি ব্যবস্থার সাফল্য
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) নিজেও বলেছেন, “ভারতে তৈরি অস্ত্রগুলির কার্যকারিতা দৃঢ় ভাবে প্রমাণিত হয়েছে।”

আরও পড়ুন: US Turkey Misiile Deal :তুরস্ককে ২৬০০ কোটির ক্ষেপনাস্ত্র বিক্রির অনুমতি দিল মার্কিন বিদেশ দফতর!
কোথায় খরচ হবে এই বরাদ্দ? (India Defence Budget)
প্রতিরক্ষা সূত্রের মতে, সম্ভাব্য বরাদ্দ থেকে অর্থ ব্যয় করা হবে,
- নতুন প্রজন্মের যুদ্ধবিমান (5th Gen Fighters) কেনার জন্য
- ড্রোন ও UAV সিস্টেম উন্নয়নে
- মিসাইল সিস্টেম, যেমন ব্রহ্মোস বা ‘প্রলয়’-এর আরও উৎপাদনে
- সীমান্তে উন্নত পর্যবেক্ষণ ও কমিউনিকেশন সিস্টেম বসাতে
- নৌবাহিনীর সাবমেরিন ও যুদ্ধজাহাজ আধুনিকীকরণে
- দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে (DRDO প্রকল্প)

রাজনীতি ও কূটনীতির প্রেক্ষাপটে গুরুত্ব (India Defence Budget)
তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা, এবং তুরস্কের মার্কিন ক্ষেপণাস্ত্র ক্রয়চুক্তির খবরে ভারতের কূটনৈতিক উদ্বেগ বাড়ছে (India Defence Budget)। এই অবস্থায় প্রতিরক্ষা বাজেট বাড়ানো শুধু সামরিক নয়, কৌশলগত ও কূটনৈতিক পদক্ষেপ হিসেবেও ধরা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির আবহে প্রতিরক্ষা খাতে এই অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ শুধু সেনার শক্তি বাড়াবে না, বরং ভারতের কৌশলগত স্বনির্ভরতার দিকেও বড় পদক্ষেপ হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে শীতকালীন অধিবেশনেই এই নিয়ে সরকার অবস্থান স্পষ্ট করবে বলে আশা বিশ্লেষকদের।