ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপরে কেটে গিয়েছে ১০ বছর। নানা টালবাহানা, পর্যাপ্ত টাকার অভাবে শুরু করেও শুরু করা যায়নি জনগণনা। কারণ, ২০২৪ এর কেন্দ্রীয় বাজেটে জনগণনার জন্যও পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেনি নির্মলা সীতারমণের দফতর। তবে জনগণনার জন্য নির্ধারিত সময়ের ৪ বছর পেরিয়ে গেলেও ২০২৫ সাল থেকে শুরু হচ্ছে আদমসুমারি হিসেবে জনগণনা।
সূত্রের খবর, আদমসুমারি শেষ হওয়ার পরেই শুরু হবে লোকসভা আসনগুলোর পুনর্বিন্যাস। ২০২৯ সালে নির্বাচনের আগেই নতুন লোকসভা কেন্দ্রগুলো গঠিত হবে। ২০২৫ সালে শুরু হবে জনগণনা। এক বছর ধরে আদমসুমারি চলবে। ২০২৬ সালে জনগণনার রিপোর্ট প্রকাশিত হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তফসিলি জাতি-উপজাতি এবং অসংরক্ষিতদের মধ্যেও যে বিভাগ রয়েছে, সেগুলো উল্লেখ করা হবে আগামী জনগণনাতে। তাছাড়াও এতদিন ধরে যে সমস্ত বিভাগ ছিল, সেগুলোও থাকবে। তবে জাতিগত জনগণনা হবে না বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: https://tribetv.in/amit-shah-attack-tmc-due-to-corruption/
কেন্দ্রীয় সরকার সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৬ সালে জনগণনা শেষ হওয়ার পরেই শুরু হবে লোকসভা কেন্দ্রগুলোর পুনর্বিন্যাস। বছরদুয়েক পরে এই কাজ শেষ হবে বলে সূত্রের খবর। ২০২৮ সালে প্রকাশিত হবে নয়া লোকসভা কেন্দ্রগুলোর তালিকা। তার পরের বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। উল্লেখ্য, ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের দাবি, কোভিড অতিমারীর কারণে আদমসুমারি করা সম্ভব হয়নি। তবে বিরোধীরা লাগাতার জনগণনার জন্য সুর চড়িয়ে এসেছেন গত চার বছর ধরে। তার পরেই শোনা যাচ্ছে, এবার আদমসুমারি শুরু করতে চলেছে কেন্দ্র।