IND VS AUSTRELIYA MATCH: ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে চালকের আসনে আস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এবং ট্রাভেস হেডের শতরানে ভর করে রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া। বুমরার ৫ উইকেটের ফলে লড়াইয়ে ফিরছে ভারত।
বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা চলছে দশকের পর দশক ধরে। ভারতের প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাস্কার এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী অ্যালান বর্ডারের নামেই আয়োজন হয়ে থাকে বর্ডার গাভাস্কার ট্রফির। এবারে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে জয় পেয়েছিল ভারত। এরপর দ্বিতীয় টেস্টে জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ফলে এই মুহুর্তে ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গভাস্কার ট্রফি ১-১ এ দাঁড়িয়ে। এই পরিস্থিতে তৃতীয় টেস্ট খেলতে নামে দুই দল।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করেতে পাঠায়। প্রথম দিন বৃষ্টিক কারণে মাত্র ১৩ ওভার ২ বল খেলা হয়। এবং এই মসয় অস্ট্রেলিয়া তোলে বিনা উইকেটে ২৮ রান। এবার দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই উসমান খোয়াজা, ল্যাবুসেন, এবং ম্যাক সনির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। একসময় ৭৫ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর খেলার হাল ধরেন স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড। এই জুটি ২৪১ রান তোলে। ট্রাভিস হেড করেন ১৫২ রান এবং স্টিভ স্মিথ করেন ১০১ রান। স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড আউট হওয়ার পর, উইকেট পড়লেও খেলা ধরে নেন অ্যালেক্স ক্যারি।
আরও পড়ুন: Gukesh Title Row: গুকেশ কি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন? উঠছে প্রশ্ন
শেষ পর্যন্ত দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৪০৫ ছিল। তৃতীয় দিনে অস্ট্রেলিয়া খেলতে নেমে ৪৪৫ রানে অল আউট হয়ে যায় । ভারতের বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ ৭৬ রানে ৬ উইকেট নিয়েছে। মোহাম্মদ সিরাজ ৯৭ রানে ২ উইকেট নিয়েছে। নীতিশ কুমার রেড্ডি ৬৫ রানে ১ উইকেট নিয়েছে। আকাশ দ্বীপ ৯৫ রানে ১ উইকেট নিয়েছে। এরপর খেলতে নেমে ভারত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫১ রান করেছে।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল মাত্র ৪ রান করে আউট হয়ে যান। শুভমান গিল ১ রান করে আউট হন। বিরাট কোহলি মাত্র ৩ রান করে আউট হন। ঋষভ পন্থ করেন ৬রান। ১৭ ওভারে ৫১ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দিনের শেষে কে এল রাহুল ৩৩ রানে ও রোহিত শর্মা কোনো খাতা না খুলে অপরাজিত আছেন । অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২ উইকেট নেন। যশ হাজলেউড ১ উইকেট নেন। প্যাট কমিন্স নেন ১ উইকেট। এখন দেখার বিষয় যে এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারতীয় দল।