ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে কোনও আলোচনা হয়নি নয়াদিল্লির। আবারও সাফ জানাল ভারত সরকার(India)।মার্কিন প্রশাসন নিউইয়র্কের একটি আদালতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ-মাত্রার যুদ্ধ এড়াতে উভয় দেশকে আমেরিকার সঙ্গে বাণিজ্যের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে মধ্যস্থতা করেছে ৷ তারপর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ৷কিন্তু ট্রাম্প প্রশাসনের সেই দাবি প্রকাশ্যে খারিজ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
আদালতে ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের (India)
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ইতিমধ্যে ধাক্কা খেয়েছে সে দেশের আমেরিকার আদালতে(India)। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক একটি আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প নিজের আইনি বাধ্যবাধকতার বাইরে বেরিয়ে কাজ করেছেন। তাঁর শুল্কনীতি রদ হয়ে গিয়েছে আদালতে। আমেরিকার বাণিজ্যসচিব হোয়ার্জ লুটনিক আদালতে দাবি করেছেন, ‘প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করে দেয়, এমন কোনও রায় ভারত এবং পাকিস্তানকে দেওয়া ট্রাম্পের প্রস্তাবের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণসংশয় তৈরি হতে পারে।’

বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া (India)
ট্রাম্প প্রশাসনের বাণিজ্যসচিবের ওই মন্তব্যের পর ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে ফের স্পষ্ট বার্তা দেওয়া হয়(India)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সংঘর্ষের ওই সময়ে আমেরিকার সঙ্গে আলোচনায় শুল্কের বিষয়টি কখনও উঠে আসেনি। জয়সওয়াল জানিয়েছেন, ‘৭ মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে ১০ মে সংঘর্ষ বন্ধ হওয়ার সময় পর্যন্ত, সামরিক উত্তেজনা নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা হয়েছে। তবে আলোচনার সময় শুল্কের বিষয়টি কখনও উঠে আসেনি।’ বস্তুত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে লক্ষ্য করে গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। তারপর পাকিস্তান ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হয়।
আরও পড়ুন- Supreme Court: কলেজিয়ামের সুপারিশে শিলমোহর! সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগ কেন্দ্রের
সন্ত্রাসবাদ-আলোচনা একসঙ্গে নয় (India)
বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে ভারতের অবস্থান আগে থেকেই স্পষ্ট(India)। যে কোনও ধরনের আলোচনা দ্বিপাক্ষিক স্তরেই হবে। তবে সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন জয়সওয়াল। তিনি জানিয়েছেন, অনেক বছর আগেই জঙ্গিদের নামের তালিকা পাকিস্তানকে দিয়ে রেখেছে ভারত। ওই জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে হবে পাকিস্তানকে।

আরও পড়ুন- Air Force Chief: ‘একবার জো হমনে…,’ সলমনের ডায়লগে দবাং দেখালেন বায়ুসেনা প্রধান
ডোনাল্ড ট্রাম্পের দাবি (India)
ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মীমাংসা করতে সাহায্য করেছেন(India) ৷ পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের তিনি জানান, তারা যদি এই সংঘাত বন্ধ করে দেয় তবে আমেরিকা তাঁদের সঙ্গে ব্যাপক হারে বাণিজ্য করবে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রায় দুই সপ্তাহ পর, ভারত-পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে ৷ চার দিনের তীব্র আন্তঃসীমান্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তান ১০ মে সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতায় পৌঁছয়।