Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে থেকেই বিতর্ক চলছে। সেই বিতর্ক আরও বেড়েছে ম্যাচ শেষে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে। এবার শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন হয়েও ট্রফির মঞ্চে নাও দেখা যেতে পারে সূর্যকুমার যাদবদের (Asia Cup)।
বিতর্কের ঝড় অব্যাহত (Asia Cup)
পহেলগাঁও হানার পর ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন অনেকেই। অনেকের মতে সন্ত্রাসে মদত দেওয়া দেশের সাথে কোনও প্রকার সম্পর্কই রাখা উচিত নয় ভারতের। সেই বিতর্কের আবহেও ১৪ সেপ্টেম্বর হয়ে গেল ভারত পাকিস্তান ম্যাচ। যেখানে দাপটের সাথে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। তবে বিতর্ক কিন্তু থেমে যায় নি। বরং সেই বিতর্ক যেন ধীরে ধীরে দাবানলে পরিণত হচ্ছে। সেদিনের ম্যাচের পর দেখা যায় ভারতীয় দল পাকিস্তান দলের সাথে করমর্দন না করেই চলে যায় এবং সাজঘরের দরজা বন্ধ করে দেয়।
করমর্দন প্রসঙ্গে আরও জানা যাচ্ছে যে ম্যাচের আগেই নাকি ঠিক ছিল পাকিস্তান দলের সাথে হাত মিলবে না ভারতীয় দল। সেই নিয়ে পাকিস্তান নালিশও জানিয়েছে তবে সেই নালিশে কান দেয় নি ICC, এমনটাই জানা যাচ্ছে। তবে সূত্রের খবর শুধু এখানেই থেমে থাকছে না ভারত, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলে তারা ট্রফি বয়কটও করতে পারে (Asia Cup)।
সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দল যদি ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয় তবে তারা পুরস্কার বিতরণ মঞ্চে নাও উঠতে পারে। তার কারণ হিসেবে শোনা যাচ্ছে মহসিন নকভির নাম। কারণ মহসিন নকভি পাক ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান আর সেই কারণেই এক মঞ্চে ভারত দাঁড়াতে নারাজ (Asia Cup)।
ভারত-পাক ম্যাচের দিন দেখা গেছে পাকিস্তান অধিনায়ক ‘নো হ্যান্ডশেক’-এর প্রতিবাদে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে অংশ নেন নি। সেই ক্ষোভে ম্যাচ রেফারিকেও সরানোর দাবি জানায় পাকিস্তান দল কিন্তু খবর অনুযায়ী সেই কথায় পাত্তা দেয় নি ICC। এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েও কোনও লাভ হয় নি পাকিস্তান দলের। সূত্রের খবর অনুযায়ী এবার সেই আবহে মহসিন নকভির সাথে মঞ্চ শেয়ার করতেও চায় না ভারতীয় দল।

আরও পড়ুন: Asia Cup: পাকিস্তানের বদলে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বেশি উপভোগ্য, জানালেন মহারাজ
প্রসঙ্গত পাক ক্রিকেট বোর্ডের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানান যে রুলবুকে এরকম কিছু লেখা নেই। দুই দল সৌজন্যতার খাতিরেই একে অপরের সাথে হাত মেলায় কিন্তু যে দেশ সর্বদা ভারতের ক্ষতি চেয়েছে তাদের সাথে হাত না মিলিয়ে ঠিকই করেছেন সূর্যকুমার যাদবরা। কারণ হ্যান্ডশেক নিয়ে যখন কোনও নিয়মের কথা লেখা নেই তখন নিয়ম লঙ্ঘনের কথাও আসছে না বলেই জানান সেই আধিকারিক।
তবে ক্রীড়া বিশেষজ্ঞদের মতে পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতে এইসব মন্তব্য করছে। কারণ তারা ভারতের কাছে এই লজ্জাজনক হার মেনে নিতে পারছে না। তবে এখন দেখার বিতর্কের আগুন কতদূর পর্যন্ত যায়। টুর্নামেন্ট জিতেও ভারত এশিয়া কাপ বয়কট করে কিনা সেটা এখন সময় বলবে (Asia Cup)।