ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) জানিয়ে দিয়েছে যে তারা আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) জন্য তাদের পুরুষদের দলকে সীমান্তের ওপারে পাঠাবে না। জানা গিয়েছে যে বিসিসিআই চায় ভারতের ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হোক। সেই ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই এগিয়ে থাকবে।
কী বলেছে ভারতীয় বোর্ড? (Champions Trophy)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বিসিসিআই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ম্যাচ খেলা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তারা একটি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চায় এবং দুবাই হল মেন ইন ব্লুদের ফিক্সচারের খেলাগুলি হোস্ট করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে থাকা মাঠ।
শুরু থেকেই উত্তেজনা (Champions Trophy)
আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) পাকিস্তানকে দেওয়ার পর থেকে, দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণে এই মার্কি ইভেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে।
সময়সূচী
১১ নভেম্বরের মধ্যে প্রতিযোগিতার সময়সূচী ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: KL Rahul: অস্ট্রেলিয়ার মাটিতে উদ্ভট আউট রাহুল! অব্যাহত রানের খরা
হাইব্রিড মডেল?
ভারতের তরফে পাকিস্তান সফরে যাওয়া হবে না জানানোর পর গত বছর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলেছে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
দুবাইতে খেলা?
জানা গিয়েছে, দুবাই ভারতের ম্যাচগুলি হোস্ট করার ক্ষেত্রে অন্যান্য নিরপেক্ষ ভেন্যুর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। ম্যাচ পরিচালনায় দুবাইয়ের অতীত সাফল্যের কারণে হাই প্রোফাইল এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য সেই মাঠের কথা ভাব হচ্ছে। পাশাপাশি আইসিসির সদর দফতরও রয়েছে এই শহরে।
দুবাইতে সমস্যা নেই
সূত্র মারফত জানা গিয়েছে যে, দুবাইতে খেলতে ভারতীয় দলের কোনও সমস্যা নেই। হোটেল এবং লজিস্টিক্স কোনও সমস্যা নয়। এখানে সবকিছু মসৃণভাবে পরিচালনা করা যেতে পারে। এবং যখন দুবাইয়ের কথা আসে তখন আইসিসির নিয়ন্ত্রণে থাকে সবকিছু।
প্রকাশ্যে মন্তব্য নয়
২০১৭ সালের পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণের বিষয়ে বিসিসিআই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
কী বলছে পিসিবি?
অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার জানিয়েছে যে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচীতে সমন্বয় করতে ইচ্ছুক।
পিসিবি-র সূত্রে জানা গিয়েছে যে, তারা মনে করে যে ভারত সরকার পাকিস্তান সফরের অনুমতি না দিলেও সময়সূচীতে সামান্য রদবদল করা যেতে পারে, কারণ সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে যে ভারত তার ম্যাচগুলি দুবাই বা শারজাতে খেলবে।