ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (Shehbaz Sharif) বুধবার এক বিস্ফোরক বিবৃতিতে বলেন, “পাকিস্তান যুদ্ধের জন্যেও তৈরি, শান্তির জন্যেও প্রস্তুত—ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, কোন পথে তারা হাঁটবে(India Pakistan Conflict)।” তাঁর বক্তব্যে স্পষ্ট প্রতিফলিত হয়েছে ভারত-পাক সম্পর্কের চরম টানাপোড়েন এবং সীমান্তে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইসলামাবাদের অবস্থান।
জল নিয়ে যুদ্ধের ইঙ্গিত (India Pakistan Conflict)
শরিফের দাবি, ভারত যদি পাকিস্তানের জলের অধিকার কেড়ে নিতে চায়, সেটা হবে ‘রেড লাইন’ (India Pakistan Conflict)। “জল আমাদের অধিকার। যদি কেউ সেটি কেড়ে নিতে চায়, পাকিস্তানের বীর সৈনিকেরা লড়াই করবে,” বলেন তিনি। ভারতের বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন, সিন্ধু জলবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত একতরফাভাবে জল প্রবাহ বন্ধ করেছে — যা আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার জেরে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে বিমান ও বাণিজ্য যোগাযোগ ছিন্ন করে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। তবে শরিফ স্পষ্ট করে দেন, “জল আটকালে আমরা ছেড়ে কথা বলব না। ভারতের বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস করার মতো ক্ষমতা আমাদের সেনার আছে।”
কাশ্মীর ও তদন্ত নিয়ে ভারতকে কাঠগড়ায় (India Pakistan Conflict)
শরিফ দাবি করেন, পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যাকাণ্ডের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছিল পাকিস্তান, কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে (India Pakistan Conflict)। তাঁর বক্তব্য, “ভারত অন্ধকারে আক্রমণ চালিয়েছে। কোনও প্রমাণ না দিয়েই, অহংকারে ভর করে পাকিস্তানে হামলা করেছে। তারা তদন্তের বদলে যুদ্ধ বেছে নিয়েছে।” কাশ্মীর ইস্যুতে শরিফ রাষ্ট্রপুঞ্জের রেজোলিউশনের উল্লেখ করে বলেন, “এই সমস্যার আন্তর্জাতিক সমাধান প্রয়োজন। ভারত একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।”

আরও পড়ুন: India Pakistan Tensions : ভারতের প্রতিশোধের আশঙ্কা ইমরানের, জেল থেকেই করলেন সাবধান!
বাণিজ্য এবং কূটনীতিতে নতুন পথ? (India Pakistan Conflict)
পাক প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেও সমাধান সম্ভব (India Pakistan Conflict)। তবে তিনি স্পষ্ট করেন, “বাণিজ্য আলোচনা হবে না যদি নির্দিষ্ট কাঠামোয় রাজনৈতিক কথোপকথন না হয়।” অর্থাৎ, শুধুমাত্র অর্থনৈতিক যোগাযোগ নয়, রাজনৈতিক সমাধানের প্রতিও ভারতকে মনোযোগী হতে হবে বলে বার্তা দেন তিনি।

‘অপারেশন সিঁদুর’-এর প্রতিক্রিয়ায় শক্ত প্রতিশোধের দাবি (India Pakistan Conflict)
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাক অধিকৃত কাশ্মীর ও পাক পাঞ্জাবে লশকরের ঘাঁটি ধ্বংস করা হয় (India Pakistan Conflict)। শরিফ বলেন, “ভারতের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। তারা মনে করেছিল, উন্নত প্রযুক্তি ও কোটি কোটি টাকার অস্ত্রের জোরে তারা অপরাজেয়। কিন্তু আমাদের সেনা প্রমাণ করেছে—আমরাও প্রস্তুত।”
বিশ্লেষণ ও ভবিষ্যৎ ইঙ্গিত (India Pakistan Conflict)
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শাহবাজ় শরিফের বক্তব্য দ্বিমুখী কূটনীতির স্পষ্ট প্রতিফলন—একদিকে শান্তি আলোচনার প্রস্তাব, অন্যদিকে যুদ্ধ ও জল নিয়ে হুমকি। এটি কেবল অভ্যন্তরীণ জাতীয়তাবাদী আবেগ তোলার প্রচেষ্টা নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশেও একটি বার্তা: পাকিস্তানকে বাদ দিয়ে কোনও আঞ্চলিক সমাধান কার্যকর নয়। ভারতের প্রতিক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি, তবে সূত্রের খবর, নয়াদিল্লি পরিস্থিতি সতর্ক নজরে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে ভারত-পাক সম্পর্ক কোন পথে এগোবে—তা নির্ধারিত হবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপে।