ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ফের কাশ্মীর নিয়ে আলোচনা চাইল পাকিস্তান (India Pakistan Tensions)। বুধবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কাশ্মীর ও সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। পাসরুর ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শাহবাজ় বলেন, “চলুন, এই আগুন আমরা প্রশমিত করি। একসঙ্গে বসে কাশ্মীর এবং জল নিয়ে আলোচনা করি।”
যুদ্ধ এবং আলোচনা দুটোতেই তৈরি (India Pakistan Tensions)
এই প্রস্তাব এমন এক সময় এল, যখন দুই দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ (India Pakistan Tensions)। ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ান মারসুস’। সেই সাফল্যের দাবি করে শাহবাজ় (Shehbaz Sharif) বলেন, “আমরা যুদ্ধ এবং আলোচনার জন্য — উভয়ের জন্যই তৈরি। এখন অভিমত আপনার।” এই বক্তব্যে স্পষ্ট বার্তা, কূটনৈতিক দরজাগুলি খুলে রাখার চেষ্টায় রয়েছে ইসলামাবাদ, যদিও একই সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছে।
সিন্ধুচুক্তি নিয়েও সরব ইসলামাবাদ (India Pakistan Tensions)
কাশ্মীর ছাড়াও সিন্ধুচুক্তি নিয়ে আলোচনা করতে চেয়েছেন শাহবাজ় (India Pakistan Tensions)। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরে ভারত ওই ঐতিহাসিক চুক্তি স্থগিত ঘোষণা করেছিল। ভারতীয় বিদেশমন্ত্রকের বক্তব্য, পাকিস্তান যদি সীমান্তে সন্ত্রাসে মদত বন্ধ না করে, তবে চুক্তির কার্যকারিতা ফের চালু হবে না। সেই প্রেক্ষিতে শাহবাজ় বলেন, “আমাদের নির্দেশ দেবেন না। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। নীলম-ঝিলম জলপ্রকল্পেও ভারত আঘাত হেনেছে। চাইলে আমরা বগলিহার বাঁধও ধ্বংস করতে পারতাম।”

আরও পড়ুন: IMF Loan For Bangladesh : আইএমএফ- থেকে ঋণ পাচ্ছে বাংলাদেশ! ১৩০ কোটি ডলার ঋণ পেতে আশাবাদী ইউনূস সরকার
মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের পুরনো প্রস্তাব (India Pakistan Tensions)
এ প্রসঙ্গে মনে পড়ে ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের মধ্যস্থতার প্রস্তাব (India Pakistan Tensions)। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্র যুক্ত হতে পারে— এই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ভারত বরাবরই জানিয়ে এসেছে, কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, সেখানে তৃতীয় পক্ষের কোনও স্থান নেই। পাকিস্তান অবশ্য ট্রাম্পের প্রস্তাবে সমর্থন জানিয়েছিল।

আরও পড়ুন: Several Dies in Gaza Strip : পর পর বোমার্বষণ দক্ষিণ গাজ়ায়! রাতভর হামলায় মৃত অন্তত ৫৪
ভারতের প্রতিক্রিয়া (India Pakistan Tensions)
ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এখনও পর্যন্ত শাহবাজ়ের সাম্প্রতিক প্রস্তাবে প্রতিক্রিয়া মেলেনি। তবে অতীতের নিরিখে বলাই যায়, ভারত নিজেদের অবস্থান থেকে সরবে না। অতীতে ভারতের তরফে বারবার জানানো হয়েছে, “সন্ত্রাস এবং আলোচনার পরিবেশ একসঙ্গে চলতে পারে না।”
বিশ্লেষকদের অভিমত (India Pakistan Tensions)
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই প্রস্তাব একাধারে কূটনৈতিক উদ্যোগ, আবার অভ্যন্তরীণ চাপ থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা (India Pakistan Tensions)। পাকিস্তানের অর্থনীতি বর্তমানে গভীর সঙ্কটে। একইসঙ্গে সেনার প্রভাব, সীমান্তে উত্তেজনা এবং আন্তর্জাতিক মহলে চাপে রয়েছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে আলোচনার কথা বলে নিজেদের দায়িত্ববান রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তারা।কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন নয়। তবে আলোচনার প্রস্তাব ও যুদ্ধের হুঁশিয়ারি— দুই বিপরীত সুরে মুখ খুলেছেন শাহবাজ় শরিফ। এখন দেখার, ভারতের প্রতিক্রিয়া কী হয়। তবে একথা নিশ্চিত যে, সন্ত্রাস, জল এবং কাশ্মীর— এই তিন ইস্যু ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহ আবার উত্তপ্ত হতে চলেছে।