ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তান তার কূটনৈতিক তৎপরতা বাড়াতে মরিয়া (India Pakistan Tensions)। সেই চেষ্টার অংশ হিসেবেই বৃহস্পতিবার সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহি তে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ(Shehbaz Sharif)। পাক সংবাদমাধ্যম-এর রিপোর্ট বলছে, ভারত-পাক সংঘাতে আমিরশাহির ‘সমর্থনের’ জন্য কৃতজ্ঞতা জানাতেই এই সফর।শাহবাজ়ের সঙ্গে থাকছেন দেশের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার, আরও কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী।ইসলামাবাদ সূত্রের খবর, এই সফরের মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং পশ্চিম এশিয়ায় পাকিস্তানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি।
প্রেসিডেন্ট শেখ জায়েদের সঙ্গে বৈঠক (India Pakistan Tensions)
আমিরশাহিতে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রধান কর্মসূচি হল সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নেহান-এর সঙ্গে একান্ত বৈঠক (India Pakistan Tensions)। পাশাপাশি অন্যান্য শীর্ষ প্রশাসনিক ও ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গেও আলোচনায় বসবেন শাহবাজ। সম্ভাব্য আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং পাকিস্তানি প্রবাসীদের অধিকার সংক্রান্ত বিষয়।
ভারতের আন্তর্জাতিক দৌত্যের পাল্টা? (India Pakistan Tensions)
সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা পৌঁছে দিতে বিশ্বজুড়ে কূটনৈতিক চাপ তৈরি করেছে ভারত(India Pakistan Tensions)।পশ্চিমি দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে নিজেদের বক্তব্য তুলে ধরছে নয়াদিল্লি। তার পাল্টা কৌশল হিসেবেই পাকিস্তানও ‘বন্ধুরাষ্ট্র’ হিসেবে পরিচিত তুরস্ক, আজারবাইজান, ইরান ও আমিরশাহিতে বিশেষ প্রতিনিধিদল পাঠাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই সফরের লক্ষ্য, ভারতকে কৌশলগতভাবে চাপে রাখা এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত আন্তর্জাতিক সমালোচনা মোকাবিলা করা।

আরও পড়ুন: Iran israel Conflict : ইজরায়েলের ‘অপারেশন রাইসিং লায়ন’-এ উত্তাল ইরান, বিশ্বজুড়ে চরম উদ্বেগ
ভারতের সঙ্গে UAE-র সম্পর্ক— পাকিস্তানের উদ্বেগ (India Pakistan Tensions)
উল্লেখযোগ্য, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে বেশ দৃঢ়। বাণিজ্য, প্রতিরক্ষা ও পরিকাঠামো উন্নয়নে দু’দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। সেই প্রেক্ষিতে পাকিস্তানের এই সফরকে অনেকেই ‘কূটনৈতিক ব্যালান্সিং অ্যাক্ট’ হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক মঞ্চে গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল? (India Pakistan Tensions)
পশ্চিম এশিয়া-সহ আন্তর্জাতিক স্তরে নিজেদের ‘শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে তুলে ধরতে চায় পাকিস্তান (India Pakistan Tensions)। সেই লক্ষ্যেই এই সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ভারতের অভিযোগ—পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়— এই চিত্রটি পাল্টাতে ইসলামাবাদ মরিয়া।এই সফরের তাৎপর্য শুধুই দ্বিপাক্ষিক নয়, বরং ভারত-পাক দ্বন্দ্বের সাম্প্রতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক প্রভাব অর্জনের প্রতিযোগিতা হিসেবেও ধরা হচ্ছে। শাহবাজ়ের এই সফর শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা নির্ভর করবে আমিরশাহির প্রতিক্রিয়ার উপর এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভাবমূর্তি আদৌ কিছুটা বদলাতে পারে কি না, তার উপর।