Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার শুল্কবৃদ্ধির জেরে কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার পথে হাঁটছে ভারত(India Russia Relation)। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সফরের পর এবার রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। ২১ অগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত হয়েছে। রুশ বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ও কটাক্ষ (India Russia Relation)
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন(India Russia Relation)। প্রকাশ্যেই তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কই এই সিদ্ধান্তের প্রধান কারণ। এমনকি রাশিয়া ও ভারতকে একই বন্ধনীতে রেখে উভয় দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষও করেছেন ট্রাম্প। তবে নয়াদিল্লি এই চাপের কাছে নতি স্বীকার না করে বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছে।
ডোভালের সফর ও পুতিনের সম্ভাব্য ভারত সফর (India Russia Relation)
ট্রাম্পের (Donald J. Trump) শুল্ক-হুমকির পরপরই রাশিয়া সফর করেন এনএসএ অজিত ডোভাল(India Russia Relation)। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। রুশ সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’-এর উদ্ধৃতি অনুযায়ী, অগস্ট মাসের শেষের দিকেই পুতিন ভারত সফরে আসতে পারেন, যদিও এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা হয়নি। ডোভালের সফরের ঠিক পরেই জয়শঙ্করের মস্কো যাত্রা, এই দুই দেশের কৌশলগত আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।

ভারতের স্পষ্ট বার্তা আপস নয় (India Russia Relation)
মার্কিন শুল্কনীতির জেরে সৃষ্ট উত্তেজনার মাঝেও ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে—দেশের স্বার্থের সঙ্গে কোনও ধরনের আপস করা হবে না। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ভারত এখন একটি শক্তিশালী রাষ্ট্র এবং আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না।
মোদী-পুতিন ফোনালাপ (India Russia Relation)
এই কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট পুতিনের(India Russia Relation)। মোদী সমাজমাধ্যমে পুতিনকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে লিখেছেন, তাঁদের আলোচনায় ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কৌশলগত অংশীদারি বৃদ্ধির বিষয়েও দুই নেতা আলোচনা করেছেন।

আরও পড়ুন : Russia Ukraine War : ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জার্মানিতে জেলেনস্কি! আলোচনায় থাকছে কোন কোন বিষয়?
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সঙ্গে সম্পর্ক টানাপড়েনের মুখে পড়লেও ভারত বহুমুখী কূটনীতির পথেই এগোচ্ছে। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও বাণিজ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জয়শঙ্কর-লাভরভ বৈঠক সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে।