ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মস্কোর সাথে ভারতের চলমান বাণিজ্য সম্পর্ক নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বেড়ে চলা উত্তেজনার মাঝেই মস্কো গিয়েছেন ডোভাল (India Russia Relations)।
ভারত সফরে পুতিন (India Russia Relations)
ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের জেরে ভারত আর আমেরিকার মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর শুল্ক হার বাড়িয়েছে আমেরিকা। ভারতের আচরণ বন্ধুসুলভ নয় বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে ভারত ও আমেরিকার টানাপোড়েনের মধ্যে ভারতের পাশেই দাঁড়িয়েছে রাশিয়া (India Russia Relations)।

ভারত সফরের প্রস্তুতিও শুরু করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে মস্কোয় রয়েছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন।
আমেরিকার সঙ্গে শুল্ক টানাপোড়েনের মধ্যেই মস্কো পৌঁছে গিয়েছেন ডোভাল। এখনও পর্যন্ত দিনক্ষণ ঠিক না হলেও ডোভাল জানিয়েছেন পুতিন আসতে চলেছেন ভারতে, দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে। রাশিয়া ও ভারতের দীর্ঘদিনের কথা উল্লেখ করে ডোভাল আরও বলেছেন দুই দেশের কাছেই পরস্পরের গুরুত্ব অপরিসীম।

রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কেনে ভারতই। ট্রাম্পের দাবি, তেল বিক্রির টাকাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া। তাই চড়া শুল্ক চাপিয়ে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের মধ্যে ইতি টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময়ে দাঁড়িয়ে মোদী আর পুতিনের সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে (India Russia Relations)।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য রাশিয়ার উপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে আমেরিকা। কূটনীতিকদের একাংশের মতে পুতিনকে বাগে আনতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট এখন চাইছেন ভারতের উপর চাপসৃষ্টি করতে।
মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাথে যাতে বাণিজ্যিক কোনও সম্পর্ক না রাখে ভারত। তবে মোদী কার্যত আগের অবস্থানেই অনড় থেকে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন (India Russia Relations)। এখন দেখার পুতিনের ভারত সফরের পর বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘোরে। যদিও প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন ভারত সব ধরণের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।