Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে ভারতীয় দল ঘোষণার দিকে নজর ছিল সবার। আজ ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে (Asia Cup 2025)। দলে যেমন জায়গা পেয়েছে অনেকে তেমনি বাদ পড়েছেন কয়েকজন।
এশিয়া কাপে ভারতীয় দল (Asia Cup 2025)
আসন্ন এশিয়া কাপে ভারতের দল ঘোষণা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। বেশ কদিন ধরেই এশিয়া কাপে ভারতের সম্ভাব্য দল নিয়ে চর্চা চলছিল। এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের দিকেই মূল আকর্ষণ সবার। পাকিস্তানের দল ঘোষণার পর ভারতীয় দলের দিকেই ছিল সবার নজর (Asia Cup 2025)।
আসন্ন এশিয়া কাপে ১৫ জনের দলে গিল জায়গা পেলেও জায়গা পান নি মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের মতো তারকারা। সিরাজের জায়গায় ভারতীয় বোর্ড বুমরার উপর ভরসা রাখতে চলেছে এমনই খবর ছিল আর সেটাই সত্যি হলো। তাছাড়া আছেন অর্শদীপ সিংহ, হর্ষিত রানার নাম।
আসন্ন এশিয়া কাপে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শুভমন গিলকে। আগরকর ওয়াশিংটন সুন্দরের বাদ পড়ার প্রসঙ্গে বলেন স্পিনাররা ভাল পারফর্ম করার ফলে ওয়াশিংটন সুন্দরের মূল দলে জায়গা হয় নি। আগরকর আরও বলেন ‘ ওয়াশিংটন সুন্দর আমাদের পরিকল্পনায় আছে, এটাই বিশ্বকাপের জন্য ঘোষিত চূড়ান্ত দল না (Asia Cup 2025)। কুলদীপ, বরুণ, অক্ষররা অনেকদিন ধরে দলের সঙ্গে রয়েছে এবং প্রয়োজন হলে ওয়াশিংটন সুন্দর দলে ফিরতেই পারেন। রিঙ্কুকে বাড়তি ব্যাটার হিসাবে আমাদের প্রয়োজন ছিল। স্য়ামসন ও জিতেশ দলের দুই উইকেটকিপার।’
আরও পড়ুন: Recruitment News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি সংস্থার
শ্রেয়স আইয়ারের বাদ পড়ার প্রসঙ্গে আগারকর বলেন যে এতে ওর কোনও দোষ নেই। অভিষেক শর্মা ভাল পারফর্ম যেমন করছে তেমনই ও বোলিংও করতে পারে। সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান আগারকর। সাথে তিনি আরও যোগ করেন যে যেমন এতে শ্রেয়স আইয়ারের কোনও দোষ নেই তেমনই এতে তাদেরও কোনও দোষ নেই। নিজেদের সুযোগ পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে শ্রেয়স আইয়ার ও জয়সওয়ালকে (Asia Cup 2025)।
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ
রিজার্ভ (Asia Cup 2025)
ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর