ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধীরে ধীরে স্বাভাবিকের পথে ভারত-চিন সম্পর্ক। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং এস জয়শঙ্করের সফরেই পরেই ফের চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত(Tourist Visas)।যা গত পাঁচ বছরে প্রথমবার।গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাঁচ বছর ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যাতায়াত প্রায় স্থগিত ছিল। বুধবার চিনের ভারতীয় দূতাবাসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ভারতীয় দূতাবাসের ঘোষণা (Tourist Visas)
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে চিনা নাগরিকরা ভারতে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বেজিঁং-এ অবস্থিত ভারতীয় দূতাবাস(Tourist Visas)।দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো–তে জানানো হয়েছে, ‘২৪ জুলাই ২০২৫ থেকে চিনা নাগরিকরা ভারত ভ্রমণের জন্য টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রথমে নির্দিষ্ট ওয়েব লিঙ্কে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।ফর্মের প্রিন্ট আউট নিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।তারপর বেজিঁং, সাংহাই বা গুয়াংজুর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্ট, পূর্ণাঙ্গ ফর্ম ও প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে হবে।’

ভারত-চিন সম্পর্কের অবনতি (Tourist Visas)
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছয়(Tourist Visas)। ভারত তখন চিনা বিনিয়োগে কড়াকড়ি আনে, শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে এবং টুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। পাশাপাশি এর সঙ্গে কোভিড-১৯ মহামারী যোগ হয়ে আন্তর্জাতিক ভ্রমণ আরও কঠিন করে তোলে।পরবর্তীতে, চিন ভারতীয় শিক্ষার্থীদের সে দেশে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করে।কোভিড-১৯-এর অজুহাতে চিন প্রায় ২২ হাজার ভারতীয় ছাত্রকে দেশে ফিরতে দেয়নি। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও বন্ধ ছিল।
আরও পড়ুন-India targets Pakistan: ‘ধারাবাহিক ঋণগ্রহীতা…,’ বিশ্বমঞ্চে ফের পাকিস্তানকে সপাটে চড় ভারতের
যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ (Tourist Visas)
তবে ধাপে ধাপে ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য চিনা ভিসা চালু করলেও, সে দেশের নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা এতদিন বন্ধই ছিল (Tourist Visas)। চলতি বছর জানুয়ারিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রির চিন সফরের পর দুই দেশের মধ্যে ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়। সরাসরি বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তীর্থযাত্রীদের জন্য পশ্চিম তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রাও পুনরায় চালু করার পরিকল্পনা হয়।

ইতিবাচক পথে ভারত-চিন সম্পর্ক (Tourist Visas)
সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে বৈঠক হয়(Tourist Visas)। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের চিন সফরের পরেই দুই দেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকের পথে যাচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। চলতি বছরের শুরুতে এস জয়শঙ্কর জানান, ভারত-চিন সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় ফেরাতে উভয় পক্ষ কাজ করছে। তারপরেই ভারতের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলে স্বাভাবিকীকরণের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ বিরতির পর চিনা নাগরিকদের পর্যটন ভিসা পুনরায় চালু করা, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
