Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁতে চলেছে নয়াদিল্লি (Brahmos Missile)। শিগগিরই ফিলিপিন্সের উদ্দেশ্যে রওনা হবে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের তৃতীয় ও শেষ চালান। এর মাধ্যমে ২০২২ সালে স্বাক্ষরিত ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি পূর্ণ হবে। এর আগে ২০২৪ সালে প্রথম চালান এবং চলতি বছরের শুরুতে দ্বিতীয় চালান ফিলিপিন্সে পৌঁছেছে।
ফিলিপিন্স প্রথম ক্রেতা দেশ (Brahmos Missile)
ফিলিপিন্সই প্রথম দেশ, যারা ভারতের কাছ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনেছে(Brahmos Missile)। গত বছর সরবরাহকৃত প্রথম ব্যাচ ইতিমধ্যেই ফিলিপিন্স মেরিন কর্পসের উপকূল প্রতিরক্ষা ইউনিটে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা বলয় আরও মজবুত হয়েছে এবং ভারত-ফিলিপিন্স প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।
ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা(Brahmos Missile)
এই চুক্তি অনুযায়ী ফিলিপিন্স মোট তিনটি ব্যাটারি পাচ্ছে(Brahmos Missile)। প্রতিটি ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৯০ কিমি এবং গতি মাখ ২.৮, অর্থাৎ শব্দের গতির প্রায় তিন গুণ। সমুদ্র থেকে সমুদ্র, ভূমি থেকে ভূমি কিংবা উপকূল প্রতিরক্ষায় ব্যবহারযোগ্য এই ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত এবং কার্যকর ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত।

আরও পড়ুন : Nepal Gen Z Protest : নেপালের সেনা সদর দফতরের বাইরে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়ালেন বিক্ষোভকারীরা
সরবরাহ নিশ্চিতের বার্তা
ব্রহ্মোস অ্যারোস্পেসের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জয়তীর্থ জোশি জানিয়েছেন, ‘‘রকেট প্রস্তুত রয়েছে(Brahmos Missile)। আমরা নির্ধারিত সময়েই তা পৌঁছে দেব।’’ তবে তিনি সুনির্দিষ্ট তারিখ জানাননি। তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বছরের শেষার্ধেই চূড়ান্ত চালান হাতে পাবে ফিলিপিন্স সেনা।
আরও দেশগুলির আগ্রহ
শুধু ফিলিপিন্স নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ ভারতের (DRDO) ব্রহ্মোস প্রকল্পের দিকে তাকিয়ে আছে(Brahmos Missile)। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের আলোচনা অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। এর পাশাপাশি আর্মেনিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ব্রাজিল, চিলে, আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলাও ব্রহ্মোস কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ভিয়েতনামের সঙ্গে একটি ক্রয় চুক্তি খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : IAEA Iran Agreement : ইরান–আইএইএ সমঝোতা! পরমাণু ইস্যুতে কাটতে পারে জট?
ফিলিপিন্সের নতুন পরিকল্পনা
হরাইজন–৩ সামরিক আধুনিকীকরণ কর্মসূচির আওতায় ফিলিপিন্স সরকার ইতিমধ্যেই অতিরিক্ত ব্রহ্মোস ব্যাটারি কেনার আগ্রহ দেখিয়েছে। উপকূল প্রতিরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ফিলিপিন্সের জন্য ব্রহ্মোস এক বড় প্রতিরক্ষা ঢাল হয়ে উঠবে।
আরও পড়ুন : AC Local Howrah : শিয়ালদহের পর হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল রুটে চলতে পারে প্রথম এসি ট্রেন
আঞ্চলিক ভূরাজনীতিতে প্রভাব(Brahmos Missile)
ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক বাজারে সাফল্যের সঙ্গে পৌঁছে যাওয়ায় নয়াদিল্লির কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একইসঙ্গে, প্রতিরক্ষা শিল্পে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ফিলিপিন্সের মতো একটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ ভারতীয় ক্ষেপণাস্ত্র বেছে নেওয়ায় চীনের প্রতিরক্ষা কৌশলেও নতুন করে সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।