Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত পাকিস্তান ম্যাচের আগে অনেকেই নিজেদের মত ব্যক্ত করেছেন। এবার সেই ম্যাচ নিয়ে নিজের বক্তব্য জানালেন বাসিত আলি (Asia Cup 2025)।
India vs Pakistan (Asia Cup 2025)
সামনেই এশিয়া কাপ আর তাই মাঠে নামার জন্য প্রস্তুতি তুঙ্গে সব দলেরই। আগামী সেপ্টেম্বর মাসে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। তবে এশিয়া কাপের মূল আকর্ষণ হলো ভারত বনাম পাকিস্তান। ভারত পাকিস্তান একে অপরের বিপক্ষে মাঠে নামা মানেই সেই মাদক হাই ভোল্টেজ মাদক। উত্তাপ ছড়ায় ম্যাথ থেকে মাঠের বাইরে (Asia Cup 2025)।
দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছে। সেই খেলা ঘিরে বরাবরই উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে অনেকের মতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটসহ সমস্তরকম সংযোগ বন্ধ করা উচিত ভারতে। প্রসঙ্গত কদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।

বহু বিশেষজ্ঞ এই ম্যাচ নিয়ে তাঁদের বক্তব্য রেখেছেন , কেউ যেমন ম্যাচের পক্ষে কথা বলেছেন কেউ আবার বিপক্ষে। অনেকেই চায় না এই ম্যাচ হোক। এবার সেই দলে নাম লেখালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তবে তাঁর এই ম্যাচ না চাওয়ার কারণ সম্পূর্ণ আলাদা (Asia Cup 2025)।
আরও পড়ুন: PM on Independence Day: লালকেল্লা থেকে পাকিস্তানকে কড়া বার্তা মোদীর, দিলেন সার্বিক উন্নতির আশ্বাস!
আগামী ১৪ সেপ্টম্বর ভারত বানান পাকিস্তান এশিয়া কাপে মুখোমুখি হওয়ার কথা আছে তবে বাসিত আলি চান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে যেমন ভারত খেলা বয়কট করেছে এশিয়া কাপেও যেন এমন কিছু ঘটে। প্ৰাক্তন ক্রিকেটার বাসিত আলির মোতে যদি এই খেলা হয় তবে পাকিস্তানের হার নিশ্চিত এবং সেই হার হবে খুবই লজ্জাজনক।

তিঁনি আরও বলেনভারতীয় ক্রিকেটারা এত মারবেন যে সেটা কল্পনার বাইরে। বাকি অন্য টিমের কাছে ম্যাচ হারলেও ভারতের কাছে ম্যাচ হারলে সেটার প্রভাব অনেকবেশি পরে। দেশের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তাই নিয়ে ভয়ে আছেন বলেও জানান বাসিত আলি। তাই তিঁনি চান না এই খেলা হোক (Asia Cup 2025)।