Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের শুরু থেকেই ভারতের দাপট অভ্যাহত। চতুর্থবার এশিয়া কাপ জয় ভারতের (Hockey Asia Cup)।
এশিয়া কাপের শিরোপা ভারতের দখলে (Hockey Asia Cup)
ফাইনালে অন্যতম শক্তিশালী দল হিসেবে কোরিয়াকে মনে করা হলেও ভারতের দাপটের কাছে দাঁড়াতে পারলো না কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হকির এশিয়া কাপ জিতে নিলো ভারতীয় হকি দল। প্রথম থেকেই খেলার রাশ ছিল ভারতের হাতে। সুকজিৎ সিং ও অমিত রুহিদাস দুই গোল করলেন। জোড়া গোল করলেন দিলপ্রীত সিং। কোরিয়াকে ৪-১গোলে পরাস্ত করে চতুর্থবারের জন্য হকির এশিয়া কাপ জিতে নিলো ভারত (Hockey Asia Cup)।
শুরু থেকেই ঘরের মাঠে দাপটে দেখা গেছে মেন ইন ব্লু-কে। মাঠে আক্রমণাত্মক মনোভাবে নামতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে। ২০১৭ সালে শেষবার ভারত এশিয়া কাপ জিতেছিল আর তাই এইবার মরিয়া হয়েই নেমেছিল দিলপ্রীত সিংরা। ফাইনালেও ভারতের দাপটের দাঁড়াতে পারলো না কোরিয়া। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। ৩১ সেকেন্ডের মাথায় আসে প্রথম গোল। রিভার্স হিটে গোল করেন সুকজিৎ সিং (Hockey Asia Cup)।
প্রথম গোল করার পর থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে দেখা যায় ভারতকে। ৯ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করার সুযোগ আসলেও সেটা আটকে দেন কোরিয়ার গোলকিপার। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-০ গোলে। তারপর কোরিয়া খানিকটা ছন্দে ফেরে এবং রক্ষণ মজবুত করতে দেখা যায়। সেই সময়ে ফ্রি খেলা কিছুটা স্লো হলেও গোল সঞ্জয়ের বাড়ানো বলে জালে বল জড়িয়ে দিতে সক্ষম হন দিলপ্রীত।

আরও পড়ুন: Kolkata Metro: সোমবার সকালেই চরম দুর্ভোগে মেট্রো যাত্রীরা
অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের পাসে বল আসে রাজিন্দরের কাছে, সেখান থেকে বল পেয়ে দিলপ্রীত গোল করেন। ৩-০ গোলে এগিয়ে থাকা ভারতকে থামানো তখন কোরিয়ার কাছে কার্যত অসম্ভব হয়ে পরে। চতুর্থ কোয়ার্টারের পাঁচ মিনিটের মধ্যে ভারত শেষ গোলটা পায়। কোরিয়া পরে একটি গোল শোধ করলেও তাতে খেলার ফলের কোনও পরিবর্তন হয় নি। ভারত সহজেই ম্যাচ জিতে ছিনিয়ে নেয় সেরার শিরোপা (Hockey Asia Cup)।
ভারত এর আগে এশিয়া কাপ জিতেছে ২০০৩, ২০০৭ ও ২০১৭ সালে। অন্যদিকে কোরিয়া জিতেছে ১৯৯৪, ১৯৯৯, ২০০৯, ১০১৩ ও ২০২২ সালে। এইবারের এশিয়া কাপ জিতে ভারত ২০২৬ সালে আয়োজিত হকি বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল (Hockey Asia Cup)।