ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় খেলা শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে বাংলাদেশকে ৪-৩ গোলে হারিয়ে (India Win SAFF U19) ভারত তাদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা সফলভাবে ধরে রাখার জন্য দৃঢ় মনোবল প্রদর্শন করেছে।
দ্বিতীয় মিনিটেই গোল করেন শামি, টাইব্রেকারে ম্যাচ জিতে শিরোপা ধরে রাখল ব্লু কোল্টসরা (India Win SAFF U19)
রবিবার সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত ৪-৩ গোলে টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ধরে রাখল (India Win SAFF U19)। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল। ভারতের পক্ষে ম্যাচের শুরুতেই, দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন অধিনায়ক সিংগামায়ুম শামি। এরপর ৬১ মিনিটে বাংলাদেশের হয়ে সমতা ফেরান মোঃ জয় আহমেদ।
টাইব্রেকারে নাটকীয় উত্থান-পতন (India Win SAFF U19)
পেনাল্টি শুটআউটে ভালো শুরু করতে পারেনি ভারত (India Win SAFF U19)। রোহেন সিংয়ের দুর্বল শট বাংলাদেশ গোলকিপার মোঃ ইসমাইল হোসেন মহিন সহজেই ধরে ফেলেন। এতে বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে যায়। কিন্তু এখানেই হাল ছাড়েনি কোচ বিবিয়ানো ফার্নান্দেজের ছেলেরা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল তার শট ক্রসবারের ওপর দিয়ে মেরে বসেন। এই ভুলেই ম্যাচের মোড় ঘুরে যায় ভারতের পক্ষে।
পরবর্তী শটগুলো নির্ভুলভাবে গোলে পাঠায় ভারতীয় খেলোয়াড়রা। গোলরক্ষক সুরজ সিং আহেইবাম তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেন। তিনি সঠিক দিক অনুমান করে সালাহউদ্দিন সাঈদের শট রুখে দেন। শেষ শট নিতে আসেন অধিনায়ক শামি। তিনি সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন ভারতের চ্যাম্পিয়ন হওয়া।
আরও পড়ুন: Asia Cup: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব এশিয়া কাপে! নাম প্রত্যাহারের ভাবনা ভারতের
দুরন্ত শুরু ভারতের, চাপে ফেলে বাংলাদেশকে (India Win SAFF U19)
ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই ফ্রি-কিক পায় ভারত (India Win SAFF U19)। ৩০ গজ দূর থেকে শামি লক্ষ্য করেন যে বাংলাদেশ গোলকিপার একটু বাইরে দাঁড়িয়ে আছেন। সেই সুযোগে শামি সরাসরি গোলমুখে শট নেন। তার বাঁকানো শটে হাত লাগিয়েও গোল আটকাতে পারেননি মহিন। বল সোজা জালে ঢুকে যায়।
এই গোলের পর আত্মবিশ্বাসে ভরপুর ভারত বলের দখল নিয়ন্ত্রণে রাখে ও ধারাবাহিক আক্রমণ চালায়। তাদের পাসিং ছিল নিখুঁত, গতি ছিল ধারালো, এবং উইং প্লে বারবার সমস্যায় ফেলেছিল বাংলাদেশকে। ১৬ মিনিটে ওমাং ডোডুম একক দৌড়ে ডিফেন্স চিরে গোল করার খুব কাছাকাছি পৌঁছে যান। তবে বাংলাদেশের গোলকিপার মহিন সেভ করে দলকে খেলায় রাখেন।
আরও পড়ুন: Mohammed Shami: রোহিত, বিরাটের পর এবার শামি! টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তারকা পেসার?
সমতায় ফেরে বাংলাদেশ, জমে ওঠে লড়াই
৬১ মিনিটে এক কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। কর্নার থেকে গোলমুখে গোলযোগ তৈরি হয়। গোলমুখে বল পেয়ে যান মোঃ জয় আহমেদ। তিনি জোরালো শটে বল পাঠিয়ে দেন ভারতের জালে। এটাই ছিল পুরো টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে হওয়া প্রথম গোল।
শেষ হাসি ভারতের
এরপর দুই দলই জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচ রুক্ষ ও শারীরিক সংঘর্ষপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আর কোনও গোল না হওয়ায় নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ স্কোরে। শেষ হাসি হেসে টাইব্রেকারে শিরোপা ধরে রাখল ভারত।