ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় বায়ুসেনার একটি Jaguar যুদ্ধবিমান বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলার ভানুড়া গ্রামে ভেঙে পড়ে। ঘটনার পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে(Jaguar Fighter Jet Crash)। পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ উড়ান চলাকালীন ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
কোথায়, কখন, কীভাবে ঘটল দুর্ঘটনা? (Jaguar Fighter Jet Crash)
দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ রাজস্থানের চুরু জেলার ভানুড়া গ্রামের এক বিস্তীর্ণ কৃষিজমিতে ভেঙে পড়ে বায়ুসেনার একটি Jaguar যুদ্ধবিমান(Jaguar Fighter Jet Crash)। এই দুর্ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত অফিসার (SHO) কামলেশ সংবাদসংস্থা পিটিআই-কে জানান— “ভানুড়া গ্রামের কাছে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় মানুষ ছুটে আসেন। দুর্ঘটনাস্থলে গিয়ে মানবদেহের অঙ্গ দেখতে পাওয়া যায়।”
এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার তরফে পাইলটের অবস্থা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
IAF-এর প্রাথমিক প্রতিক্রিয়া ও তদন্তের ঘোষণা (Jaguar Fighter Jet Crash)
Indian Air Force এক বিবৃতিতে জানায়, “বিমানটি একটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। পাইলট শেষ মুহূর্তে বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান।”
তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে IAF-এর তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টেই জানা যাবে দুর্ঘটনার পেছনে প্রকৃত দায় কার(Jaguar Fighter Jet Crash)।
Jaguar দুর্ঘটনার তালিকা দীর্ঘ হচ্ছে,আরও কবে কোথায় দুর্ঘটনা (Jaguar Fighter Jet Crash)
Jaguar বিমানগুলির দুর্ঘটনার ঘটনা ভারতে নতুন নয়। সাম্প্রতিক ইতিহাসে,(Jaguar Fighter Jet Crash)Jaguar বিমানগুলির দুর্ঘটনার ঘটনা ভারতে নতুন নয়। সাম্প্রতিক ইতিহাসে,
- ৭ মার্চ, ২০২৫: হরিয়ানার পঞ্চকুলা জেলার মোরনি পাহাড়ে Jaguar ভেঙে পড়ে। পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বাঁচেন।
- ২ এপ্রিল, ২০২৫: গুজরাটের সুভর্দা গ্রামের কাছে একটি Jaguar ভেঙে পড়ে, পাইলট আহত হন এবং পরে মারা যান।
- জুন, ২০১৮: কচ্ছ সীমান্তের কাছে একটি Jaguar বিমান ভেঙে পড়ে, পাইলট নিহত হন।
- গত এক দশকে: ৩০টিরও বেশি Jaguar বিমান ভেঙে পড়েছে ভারতে।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, এই বারংবারের দুর্ঘটনার কারণ মূলত বিমানগুলির বয়স ও যন্ত্রাংশের পুরোনো হওয়া। Jaguar বিমানগুলি মূলত ১৯৭৯ থেকে ভারতীয় বায়ুসেনায় ব্যবহার হচ্ছে এবং বর্তমানে এগুলির গড় বয়স প্রায় ৪৫ বছর।

আরও পড়ুন: CPI Maoist : ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, বিজাপুরে IED বিস্ফোরণে জখম দুই সিআরপিএফ জওয়ান
Jaguar বিমান, পরিচয় ও আধুনিকীকরণের চ্যালেঞ্জ (Jaguar Fighter Jet Crash)
Jaguar বিমানগুলি মূলত ব্রিটেনের SEPECAT-এর তৈরি। ভারতীয় বায়ুসেনা এই বিমানগুলি গভীর অভিযানে, বম্বিং মিশনে এবং সার্জিকাল স্ট্রাইকে ব্যবহার করে থাকে। একসময় অত্যন্ত কার্যকর এই বিমানগুলি এখন প্রযুক্তিগতভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে(Jaguar Fighter Jet Crash)।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে রয়েছে প্রায় ১২১টি Jaguar, যাদের ধাপে ধাপে ২০৩১ সালের মধ্যে বাতিল করার পরিকল্পনা রয়েছে। এদের বদলে আনা হবে HAL Tejas Mk1A, Rafale-এর মতো নতুন প্রজন্মের যুদ্ধবিমান।

স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও আতঙ্ক (Jaguar Fighter Jet Crash)
ভানুড়া গ্রামের বাসিন্দা গোবিন্দলাল বলেন— “দুপুরে বিকট আওয়াজ হয়। আমরা দেখি আকাশে ধোঁয়া আর আগুন। কাছে গিয়ে দেখি বিমানের টুকরো, পোড়া জমি আর দেহের অংশ। খুব ভয় পেয়েছি।”
গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিচয় শনাক্তকরণে ফরেনসিক দল পাঠানো হয়েছে।
নিরাপত্তা ও টেকনিক্যাল আধুনিকীকরণ নিয়ে উঠছে প্রশ্ন (Jaguar Fighter Jet Crash)
এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে—
- কেন এত পুরোনো বিমান এখনও ব্যবহার হচ্ছে?
- প্রযুক্তিগত ঘাটতি সত্ত্বেও কেন সঠিক আপগ্রেড হয়নি?
- বারবার পাইলটদের প্রাণ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে না কি?
প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) কপিল সিং বলেন— “Jaguar-কে আপগ্রেড করার চেষ্টা হলেও তা পর্যাপ্ত নয়। ভারতীয় বায়ুসেনায় অবিলম্বে বিমান আধুনিকীকরণ জরুরি।”
শুধুই দুর্ঘটনা নয়, এটি ভবিষ্যতের প্রতি সতর্কবার্তা (Jaguar Fighter Jet Crash)
বায়ুসেনার প্রতিটি যুদ্ধবিমান শুধু সামরিক শক্তির প্রতীক নয়, দেশের আকাশসীমার প্রহরী(Jaguar Fighter Jet Crash)। সেই বিমানে এই ধরনের বারংবার দুর্ঘটনা শুধু দেশের প্রতিরক্ষা নয়, সাধারণ মানুষের আস্থাকেও প্রশ্নের মুখে ফেলছে। জরুরি ভিত্তিতে বিমান আধুনিকীকরণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া আর কোনো পথ নেই।