ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা ইতিহাস তৈরি করেছেন এবং এমন এক কৃতিত্ব অর্জন করেছেন যা আগে কখনও হয়নি (Indian Batters Create History Against England)। শুভমান গিলের নেতৃত্বাধীন দল সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে। অধিনায়ক গিল সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ৭০০-এরও বেশি রান করেছেন।
রান তালিকায় শীর্ষে গিল (Indian Batters Create History Against England)
চলমান টেস্ট সিরিজে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিয়েছেন (Indian Batters Create History Against England)। এখন পর্যন্ত সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন শুভমান গিল। তাঁর সংগ্রহ ৭২২ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন কেএল রাহুল, যাঁর রান ৫১১। তৃতীয় স্থানে ঋষভ পন্থ, যিনি করেছেন ৪৭৯ রান। পঞ্চম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা, যাঁর ঝুলিতে রয়েছে ৪১৯ রান। ইংল্যান্ডের পক্ষে প্রথম পাঁচে আছেন শুধুমাত্র জেমি স্মিথ। তিনি করেছেন ৪২৪ রান।
১৯৩২ সালের পর প্রথমবার (Indian Batters Create History Against England)
ভারত ১৯৩২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করার পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে, এক সিরিজেই চারজন ভারতীয় ব্যাটার ৪০০-র বেশি রান করলেন (Indian Batters Create History Against England)। এই তালিকায় সম্ভবত আরও একজন যোগ হতে পারেন। বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল এই সিরিজে এখনও পর্যন্ত করেছেন ২৯১ রান, খেলেছেন ৮টি ইনিংস। পঞ্চম টেস্টে বড় রান করতে পারলে তিনিও এই তালিকায় চলে আসবেন।
গিলের দুর্দান্ত ফর্ম
সিরিজ শুরুতেই লিডসে শতরান করেছিলেন গিল। এরপর বার্মিংহামে করেন ডাবল সেঞ্চুরি এবং শতরান। লর্ডসে ব্যর্থ হলেও, ম্যানচেস্টারে ফেরেন ছন্দে এবং দ্বিতীয় ইনিংসে ফের শতরান করেন।
আরও পড়ুন: Indian Challenger Cup: আন্তর্জাতিক স্তরে বাজিমাত ক্যারাটে কিডদের, কার ঝুলিতে কটা মেডেল?
রাহুলের দুই শতরান
এই সিরিজে রাহুল করেছেন দুইটি শতরান এবং দুইটি অর্ধশতরান। তিনি এখন পর্যন্ত ৯৯৮টি বল খেলেছেন, যা সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজ শুরু হওয়ার আগে ভারত এ দলের হয়ে একটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচও খেলেছিলেন তিনি।
পন্থের ধারাবাহিক পারফরম্যান্স
সিরিজের শুরুতে লিডসে জোড়া শতরান করেন ঋষভ পন্থ। এরপরের দুই ম্যাচে করেছেন টানা অর্ধশতরান। যদিও লর্ডসে আঙুলে চোট পান তিনি এবং চলতি টেস্টের প্রথম দিনেই গোড়ালিতে চোট পান। এই ম্যাচের পর তিনি দেশে ফিরে যাবেন।
ব্যাট হাতে জাদেজার অবদান
জাদেজাও এই সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক। তাঁর ইনিংসগুলোর মধ্যে রয়েছে ১১, ২৫, ৮৯, ৬৯, ৭২, ৬১* এবং ২০ রান। ওল্ড ট্র্যাফোর্ডে শতরান করেছেন তিনি।
ফলাফলে পিছিয়ে ভারত
যদিও ব্যাটারদের এই অসাধারণ পারফরম্যান্স হলেও ভারতের দখলে এখনো পর্যন্ত সিরিজ আসেনি। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখন নজর শেষ টেস্টে, যেখানে পাল্টা জবাব দিতে মরিয়া টিম ইন্ডিয়া।