Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা(Bangladesh)। এবার আরও ২৫ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald J. Trump)। যদি ২৭ আগস্টের মধ্যে বাণিজ্য সমঝোতা না হয়, তাহলে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে—যা হবে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের জন্য সর্বোচ্চ করহার। এই পরিস্থিতিতে ভারতের রফতানিকারকরা বড় ধাক্কা খাচ্ছেন। চড়া শুল্কের কারণে মার্কিন ক্রেতারা ভারত থেকে বরাত বাতিল বা স্থগিত করছেন। ফলে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ভারতীয় ব্যবসা।
বাংলাদেশে নতুন সম্ভাবনা (Bangladesh)
বিকল্প বাজার ও কৌশল খুঁজতে গিয়ে ভারতীয় ব্যবসায়ীরা মুখ ঘুরিয়েছেন বাংলাদেশের দিকে। বাংলাদেশের পণ্যে বর্তমানে মার্কিন শুল্ক মাত্র ২০ শতাংশ(Bangladesh)। ফলে অনেক মার্কিন ক্রেতা ভারতের বাতিল করা বরাত বাংলাদেশের কারখানায় দিচ্ছেন। এমনকি ভারতীয় বড় ব্যবসায়ীরাও বাংলাদেশের রফতানি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশের মাধ্যমে পরোক্ষ রফতানির পথ খুঁজছেন তাঁরা।
বাংলাদেশি রফতানিতে উল্লম্ফন (Bangladesh)
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, মার্কিন শুল্ক ঘোষণার পর থেকেই বাংলাদেশি পোশাকশিল্পে বরাত বেড়েছে কয়েক গুণ। একাধিক বড় কারখানা অতিরিক্ত অর্ডারের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে(Bangladesh)। রেডিমেড পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর মার্কিন বরাত অনেক গুণ বেশি এসেছে। এতে বাংলাদেশের রফতানি আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন : Trump Putin Meeting : ট্রাম্প পুতিন বৈঠক কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?
অনিশ্চয়তার ছায়া
তবে এই উল্লম্ফন কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। ভারতের সঙ্গে যদি আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয় এবং শুল্ক কমে যায়, তাহলে মার্কিন ক্রেতারা আবার ভারতের দিকে ফিরতে পারেন বলে আশঙ্কা করছেন বাংলাদেশি উদ্যোক্তারা।
চিনা বিনিয়োগের আগ্রহ (Bangladesh)
মার্কিন শুল্কের প্রভাব শুধু ভারত নয়, চিনের উপরও পড়েছে। বর্তমানে চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ। এই পরিস্থিতিতে অনেক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে পোশাক তৈরির কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন : Humayun Tomb : দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা !হুমায়ুনের সমাধিক্ষেত্রের একাংশ ধসে মৃত্যু ৫ জনের
পরিস্থিতির সারমর্ম (Bangladesh)
মার্কিন শুল্কনীতির কারণে বিশ্ব রফতানি বাজারে এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা যেখানে ধাক্কা খাচ্ছেন, সেখানেই বাংলাদেশি পোশাকশিল্প লাভবান হচ্ছে। তবে এই সুবিধা কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে মার্কিন-ভারত বাণিজ্য সম্পর্কের ভবিষ্যতের উপর।