ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের শহরে ফিরলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। সোমবার চেন্নাই ফিরলেন ডি গুকেশ। তাঁকে দেখতে এয়ারপোর্ট চত্বরে লাখ লাখ মানুষের ভিড়। রাস্তায় তৈরি হয় যানজট। ফুলের মালা পরিয়ে, পুষ্পবৃষ্টি করে গুকেশকে স্বাগত জানাল তামিলনাড়ুবাসী।
১১ বছর বয়সে গুকেশ বলেছিলেন, তিনি সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। তখনও গ্র্যান্ড মাস্টার হননি ভারতের তরুণ দাবাড়ু। কিন্তু ১১ বছর বয়সে বলা কথা সত্যি করলেন গুকেশ। ১৮ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। চিনের ডিং লিরেনকে হারিয়ে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তামিলনাড়ুর দাবাড়ু।
সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খেতাব জেতার পর সোমবার নিজের শহরে পা রাখলেন ডি গুকেশ। এদিন সকালে চেন্নাই এয়ারপোর্টে নামেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। তাঁকে দেখতে এবং স্বাগত জানাতে লাখ লাখ মানুষের ভিড় এয়ারপোর্ট চত্বরে।
আরও পড়ুন: https://tribetv.in/people-facing-trouble-due-to-water-supply-closed-on-today-in-kolkakata-areas/
কেউ ফুলের মালা পড়িয়ে আবার কেউ পুষ্পবৃষ্টি করে স্বাগত জানায় গুকেশকে। চারিদিক থেকে ভেসে আসে অভিনন্দন বার্তা। বয়ে যায় শুভেচ্ছার বন্যা। অলিম্পিকে নীরজ থেকে শুরু করে খেলার দুনিয়ায় বিশ্ব কাঁপাচ্ছে তামাম ভারতের সর্বকনিষ্ঠেরা। আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হিসাবে দেশের নাম উজ্জ্বল করল ডি গুকেশ।