ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার ভারতের উপকূল অঞ্চলের সুরক্ষার জন্য আরও উন্নত পদক্ষেপ করল ভারতীয় কোস্ট গার্ড (Coastal Security)। কী আছে সে পদক্ষেপে? আসুন জেনে নেওয়া যাক।
উপকূল রক্ষায় ভারতীয় কোস্ট গার্ডের পদক্ষেপ (Coastal Security)
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (ICG) দেশের উপকূল নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে (Coastal Security)। প্রতিদিন ১৮-২০টি জাহাজ, ৩০-৩৫টি নৌযান এবং ১০-১২টি বিমান নজরদারির জন্য মোতায়েন থাকে। উপকূল রক্ষী বাহিনীর এই সমস্ত ইউনিট সমুদ্রপথে আইন প্রয়োগ, উপকূল সুরক্ষা বজায় রাখা এবং নিয়মভিত্তিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কাজ করে।
নজরদারির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে অফশোর ডেভেলপমেন্ট এরিয়া (ODA), আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা এবং অন্যান্য উপকূলবর্তী অঞ্চলে। উপকূলীয় নজরদারির জন্য Coastal Surveillance Network (CSN), Remote Operating Station (ROS) এবং Remote Operating Centres (ROCs)-এর মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
গত ১০ বছরে কোস্ট গার্ডের নজরদারি অভিযান (Coastal Security)
গত এক দশকে ভারতীয় কোস্ট গার্ড ৩,০০,২৯৬টি বোর্ডিং অপারেশন, ১৫৩টি উপকূল নিরাপত্তা মহড়া, ৪৫১টি উপকূলীয় নিরাপত্তা অভিযান, ৪৫৮টি নিরাপত্তা ড্রিল এবং ৩,৬৪৫টি যৌথ উপকূল টহল অভিযান পরিচালনা করেছে (Coastal Security)। এই সময়ে ১৭৯টি নৌকা আটক এবং ১,৬৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং অবৈধ শিকার-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ ছিল।
আরও পড়ুন: Flight Disruption: ৪০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, বিমানবন্দরে এখনও আটকে ২০০-র বেশি ভারতীয়
উপকূল নিরাপত্তায় ব্যয়বহুল বিনিয়োগ
দেশজুড়ে উপকূল নিরাপত্তা জোরদার করতে জাহাজ ও বিমান সংগ্রহের জন্য ১২,২০১ কোটি টাকা এবং Coastal Surveillance Network (CSN)-এর জন্য ১,৫৮৩.৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি
উপকূলবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য উপকূল নিরাপত্তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOPs) তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন সংস্থার দায়িত্ব, অভিযান পরিচালনার নিয়ম এবং জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়ার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
মৎস্যজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ
উপকূল রক্ষী বাহিনী সমুদ্রপথের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। ফ্রি হেল্পলাইন নম্বর ১৫৫৪ চালু করা হয়েছে, যেখানে যে কোনো জরুরি পরিস্থিতির খবর দেওয়া যাবে।
আরও পড়ুন: Madhya Pradesh Incident: কুয়োয় পড়ে গেল যুবক, বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৭ জনের
এছাড়া, উপকূলের সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন রাজ্যে “ফিশারম্যান ওয়াচ গ্রুপ” গঠন করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী এবং মেরিন পুলিশ বাহিনীর সদস্যদের উপকূল নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
সংসদে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য
শুক্রবার লোকসভায় সাংসদ কৃষ্ণ প্রসাদ তেন্নেতি-র প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ এই তথ্য জানান।