ট্রাইব টিভি ডিজিটাল: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ অনেক আগেই ঘোষণা করেছিলেন সশস্ত্র বাহিনীর তিন শাখার যৌথ পদক্ষেপের কথা (Indian Defence Forces)। এবারে ভারতীয় সশস্ত্র বাহিনীর অর্থাৎ স্থল বাহিনী (Army), নৌ সেনা (Navy) ও বায়ুসেনা (Airforce) এই তিন শাখার (Indian Defence Forces) সমন্বয় দৃঢ় করার উদ্দেশ্যে বড় পদক্ষেপ নিতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রক।
থিয়েটারাইজেশনের মূল লক্ষ্য (Indian Defence Forces)
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ভারতীয় তিন সশস্ত্র বাহিনীর (Indian Defence Forces) প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার বা এইড ডি ক্যাম্প নিয়োগ করা হবে তাদের সিস্টার্স সার্ভিস থেকে। এই পদ্ধতি যাকে বলা যেতে পারে থিয়েটারাইজেশন যার মূল লক্ষ্য হল ভারতীয় সেনার তিন শাখার (স্থল সেনা, নৌ সেনা, এবং বায়ুসেনা) আলাদা আলাদা কমান্ডের পরিবর্তে একই থিয়েটার কমান্ড গঠন করা (Indian Defence Forces)।
আরও পড়ুন:RBI Governor Sanjay Malhotra: ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের মন্ত্রক থেকে জানানো সিদ্ধান্ত (Indian Defence Forces)
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যেহেতু আগেই এই পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন, তাঁর মন্ত্রকের থেকে জানানো হয়েছে যে, নতুন যে পদ্ধতি চালু হতে চলেছে তাতে স্থল সেনার প্রধান (জেনারেল পদমর্যাদার আধিকারিক) তাঁর ‘এইড- ডি ক্যাম্প‘ পাবেন নৌ সেনা (Navy) বা বায়ু সেনা (Airforce) থেকে ।
নতুন পদ্ধতির নিয়ম
ঠিক একই ভাবে নৌ সেনার প্রধান (অ্যাডমিরাল পদমর্যাদার আধিকারিক) তাঁর এইড–ডি ক্যাম্প পাবেন স্থল সেনা বা বায়ু সেনা থেকে। বায়ুসেনা থেকে প্রধানের (এয়ার চিফ মার্শাল পদমর্যাদার আধিকারিক) ব্যক্তিগত স্টাফ অফিসার হিসাবে স্থল সেনার বা নৌ সেনার কোনও অফিসারকে নিয়োগ করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন:Child Marriage: আজও বাল্য বিবাহ প্রথা চলছে গোটা গ্রামে, শৈশব হারাচ্ছে মেয়েরা!
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতামত
এই সময় ভারতে স্থল সেনা, নৌ সেনা এবং বায়ুসেনার ভিন্ন ভিন্ন কমান্ড রয়েছে সারা দেশ জুড়ে (Indian Defence Forces)। অন্য অনেক দেশ যেমন আমেরিকা, রাশিয়া তথা চিনে এই থিয়েটারাইজেশন পদ্ধতি চালু রয়েছে অনেক আগে থেকেই। যেহেতু এই থিয়েটারাইজেশন পদ্ধতির একমাত্র লক্ষ্য তিন বাহিনীর আলাদা আলাদা কমান্ডের বদলে একই থিয়েটার কমান্ড তৈরি করা তাই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, তিন সশস্ত্র বাহিনীর (Indian Defence Forces) মধ্যে এমন সমন্বয় গঠিত হলে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই তিন সশস্ত্র বাহিনীরই সুবিধা হবে।