ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে কে হবে ভারতের প্রতিপক্ষ (Indian in Semi Final)? এই প্রশ্ন এখন সব জায়গায়। আসুন দেখে নেওয়া যাক কারা রয়েছে তালিকায়?
ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গেছে (Indian in Semi Final)
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এখন জমে উঠেছে (Indian in Semi Final)। প্রথম দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ড বাংলাদেশকে পাঁচ উইকেটে হারানোর পর ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ভারত দুর্দান্ত শুরু করেছে। তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতেছে। এখন সকলের প্রশ্ন, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে?
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হতে পারে? (Indian in Semi Final)
ভারত এখন ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ মার্চ, রবিবার দুবাইতে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। যদি ভারত এই ম্যাচ জেতে, তাহলে তারা গ্রুপ-এ-তে প্রথম হবে। তখন তারা গ্রুপ-বি-র রানার্সআপ দলের বিরুদ্ধে খেলবে।
আরও পড়ুন: Ravindra Makes History: চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরি, রেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র
যদি ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যায়, তাহলে তারা গ্রুপ-এ-তে দ্বিতীয় হবে। সেক্ষেত্রে তারা গ্রুপ-বি-র শীর্ষ দলটির বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।
কোন দুই দল গ্রুপ-বি থেকে সেমিফাইনালে উঠতে পারে?
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এখন গ্রুপ-বি-তে শীর্ষে আছে, প্রত্যেকের ২ পয়েন্ট করে। তারা যদি নিজেদের শেষ দুই ম্যাচের একটিতেও জেতে, তাহলে সেমিফাইনালে পৌঁছে যাবে।
আরও পড়ুন: Kaif Slams PCB: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কর্তৃপক্ষকে তীব্র সমালোচনা করলেন মহম্মদ কাইফ
ভারত কবে সেমিফাইনাল খেলবে?
ভারত গ্রুপ-এ-তে প্রথম হোক বা দ্বিতীয়, তাদের সেমিফাইনাল ম্যাচ হবে ৪ মার্চ, মঙ্গলবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড কীভাবে ভারতকে সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করল?
নিউজিল্যান্ড বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে ভারতকে সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করল। ২৩৭ রান তাড়া করে তারা ২৩ বল বাকি থাকতেই জয় পেল। রাচিন রবীন্দ্র ও টম লাথামের ১২৯ রানের পার্টনারশিপ এই জয়ের নেপথ্যে মূল ভূমিকা রাখে।
রাচিন চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরি করেন। বাংলাদেশের পক্ষে নজমুল হোসেন শান্ত ৭৭ রান করেন এবং জাকের আলি ৪৫ রান করেন। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ৪টি উইকেট নেন এবং উইলিয়াম ও’রউরকে ১টি উইকেট দখল করেন।