ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিদেশে ফের বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়(Dublin)। এবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় এক ভারতীয় ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। শুধু তাই নয়, হামলাকারীরা তাঁর প্যান্ট খুলে নেয় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে আয়ারল্যান্ডের জাতীয় পুলিশ। অন্যদিকে, মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র।
ভারতীয়কে বেধড়ক মারধর (Dublin)
আইরিশ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ভারতীয় ব্যক্তি বয়স ৪০-এর আশেপাশে(Dublin)। গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায় ঘটনাটি ঘটেছে। একদল যুবক ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করে প্যান্ট খুলে নেয়।তাঁদের অভিযোগ, ভারতীয় ব্যক্তি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে আয়ারল্যান্ডের পুলিশ।তাদের মতে, ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মারধরের ঘটনা ঘটানো হয়েছে।আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে টালাঘট ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা।২০ জুলাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়? (Dublin)
আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন(Dublin)। তাই তাঁর বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিয়েছেন তাঁরা।কিন্তু এই ঘটনাকে বর্ণবিদ্বেষ এবং অভিবাসন বিরোধী হামলা হিসেবেই দেখছে গার্দা। তারা স্পষ্ট জানিয়েছে, ওই ভারতীয় ব্যক্তি কোনও অশোভন আচরণ করেননি। সম্প্রতি ওই এলাকায় বিদেশিদের উপরে অকারণে হামলার ঘটনা ঘটছে। তবে এর নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আতঙ্কে ভারতীয় (Dublin)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসপাতালে আহত ভারতীয় যুবকের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর ফিনে গেল(Dublin)। তিনি জানান, আহত যুবক আতঙ্কিত হয়ে পড়েছেন। ঠিক করে কথা বলতে পারছেন না। মাত্র তিন সপ্তাহ আগে আয়ারল্যান্ড পৌঁছন ওই যুবক। আপাতত কারও সঙ্গে দেখা করতে চাইছেন না।এই ধরনের ঘটনা আজকাল প্রায়শই ঘটছে বলেও জানান ফিনে। পুলিশকে আরও সতর্ক হতে নির্দেশ দেন তিনি। বলেন, ‘মানুষকে বুঝতে হবে, কাজের অনুমতিপত্র নিয়েই এদেশে আসছেন ভারতীয়রা। কেউ পড়াশোনা করতে আসছেন, কেউ আবার স্বাস্থ্য, তথ্য়প্রযুক্তি এবং অন্য ক্ষেত্রে কাজ করতে। দক্ষতার জন্যই তাঁরা এই সুযোগ পেয়েছেন।’ডাবলিন সাউথ-ওয়েস্টের রাজনীতিক শন ক্রো এই ঘটনাকে হিংস্র, বর্ণবিদ্বেষের ঘটনাবলে উল্লেখ করেন। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন-Njp Station: হাতে লেখা সিট নম্বর! চেকারের সন্দেহ বাঁচাল বাংলার ৫৬ তরুণী
তীব্র নিন্দা ভারতীয় রাষ্ট্রদূতের (Dublin)
এই ঘটনার কথা স্বীকার করেছেন আয়ারল্যান্ডের আইনমন্ত্রী জিম ও’ক্যালাঘান (Dublin)। তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগে বিদেশিদের উপরে হামলার ঘটনা বাড়ছে… অভিবাসীরা অপরাধপ্রবণ হন, এমন ধারনাও ছড়িয়ে দেওয়া হচ্ছে, তবে এর কোনও ভিত্তি নেই।’ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জিম। অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স পোস্টে তিনি বলেন, ‘আশা করি দোষীরা শাস্তি পাবে। যাঁরা নির্দোষ ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ।’ এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।
