ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইমেলের মারফত এল বোমা মেরে কলকাতা যাদুঘর (Indian Museum) উড়িয়ে দেওয়ার হুমকি। মঙ্গলবার সকাল থেকে জোরকদমে চলছে যাদুঘর তল্লাশি অভিযান। এই ঘটনায় কলকাতা পুলিশে এফআইআর দায়ের করল যাদুঘর কর্তৃপক্ষ। সেই মেইল আদৌ সঠিক কিনা নাকি শুধুই স্ক্যাম মেইল, তার তদন্ত করে দেখা হচ্ছে। হুমকি বার্তার কথা জানতে পেরেই জাদুঘরে পৌঁছোল পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যেরা। হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যাদুঘরে।
গণহত্যার উদ্দেশ্যেই বোমা রাখা (Indian Museum)
লুকাস কুনহা ডি মেটস বলে একটি আইডি থেকে এসেছে একটি মেল। যারা কলকাতা যাদুঘর (Indian Museum) উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি মেইলে লেখা হয় ‘১৩৭৮’ বলে একটি দল যাদুঘর উড়িয়ে দিতে চায়। তবে এই মেলের কোন ভিত্তি নেই। তবে এখনই পুরোপুরি এই মেইলকে স্ক্যাম বলে ধরা যাচ্ছেনা। সোমবার রাতেই কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে ই-মেল আসে। যেখানে জানানো হয়, জাদুঘরে বোমা রাখা রয়েছে। একটি নয়, একাধিক বোমা রয়েছে। গণহত্যার উদ্দেশ্যেই বোমাগুলি রাখা হয়েছে। মঙ্গলবারেই হামলা হবে জাদুঘরে। কোন সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি।
বন্ধ করে দেওয়া হয় জাদুঘরের দরজা (Indian Museum)
হুমকি ইমেলের আসার পরই তৎপর হন জাদুঘর কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় পুলিশকে। জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় জাদুঘরের দরজা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ মার্কেট থানার পুলিশ। পুলিশের বম্ব স্কোয়াডকেও জাদুঘরে পাঠানো হয়েছে। তল্লাশি অভিযান চলছে। জাদুঘরের প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খুঁজে দেখছে তারা। সকাল থেকেই তল্লাশি চলছে। কোনও দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার পাশাপাশি জাদুঘরের আশেপাশের জায়গাতেও তল্লাশি করছে নিউমার্কেট থানা পুলিশ। সরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের বাসিন্দাদের।
আরও পড়ুন: Patharpratima Bomb Blast: প্যাকেটজাত করার সময় ভয়াবহ বিস্ফোরণ! শেষ প্রায় গোটা পরিবারই
এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি
গত বছর জানুয়ারিতে প্রায় একই মর্মে লেখা একটি হুমকি বার্তা পাঠানো হয় জাদুঘরে। তবে পুলিশ এবং বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালিয়েও কোনও সন্দেহজনক কিছু পায়নি। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বোমাতঙ্ক ছড়াচ্ছে। তবে বেশিরভাগ ইমেল গুলো ভুয়ো বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু এই ঘটনায় কী তথ্য আসে সামনে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে।