Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশীয় প্রতিরক্ষা শিল্পে নতুন অধ্যায় রচনা করল ‘ল্যাঞ্জা-এন থ্রিডি এয়ার সার্ভিল্যান্স রেডার’ (থ্রিডি-এএসআর) (Indian Navy)। শত্রু সেনার আকাশ হামলা রুখতে তৈরি এই আধুনিক রেডার যৌথভাবে বানিয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এবং স্পেনের প্রতিরক্ষা সংস্থা ইন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের অন্যতম বড় সাফল্য এই প্রকল্প।
কর্নাটকে নির্মাণ, নৌসেনায় সংযোজন (Indian Navy)
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, টিএএসএল-এর কর্নাটক কারখানায় এই রেডার তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই একটি যুদ্ধজাহাজে ‘ল্যাঞ্জা-এন’ সফলভাবে বসানো হয়েছে (Indian Navy)। টিএএসএল এক বিবৃতিতে জানিয়েছে, “এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”
২০২০ সালে প্রায় ১৪ কোটি ৫০ লক্ষ ডলার (প্রায় ১২৮০ কোটি টাকা) মূল্যের চুক্তি অনুযায়ী ভারতীয় নৌসেনার জন্য মোট ২০টি থ্রিডি-এএসআর তৈরি হবে।
নজরদারিতে অতুলনীয় ক্ষমতা (Indian Navy)
বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী রেডারের মধ্যে অন্যতম ‘ল্যাঞ্জা-এন’(Indian Navy)। অত্যাধুনিক ত্রিমাত্রিক প্রযুক্তির সাহায্যে এটি আকাশের উচ্চ স্তর থেকে শুরু করে ভূমির কাছাকাছি থাকা লক্ষ্যবস্তু পর্যন্ত নির্ভুলভাবে চিহ্নিত করতে সক্ষম।
- শনাক্ত করতে পারে শত্রুপক্ষের যুদ্ধবিমান
- নজরে রাখতে পারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র
- এমনকি শত্রুপক্ষের যুদ্ধজাহাজের উপরেও নজরদারি চালাতে পারে

আরও পড়ুন : NATO : রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পূর্ব সীমান্তে ‘ইস্টার্ন সেনট্রি’ অভিযান ন্যাটোর
দূরত্বে নজরদারির নতুন সীমা (Indian Navy)
নৌ সংস্করণ ‘ল্যাঞ্জা-এন’ রেডারের নজরদারি সীমা ২৫৪ নটিক্যাল মাইল (প্রায় ৪৭০ কিলোমিটার)। এর ফলে ভারতীয় নৌসেনা সমুদ্রপথের পাশাপাশি আকাশপথ থেকেও শত্রুর সম্ভাব্য আগ্রাসন দ্রুত শনাক্ত করতে পারবে।
চিনের তুলনায় এগিয়ে ভারত (Indian Navy)
চলতি বছরের জানুয়ারিতে চিনা পিপল্স লিবারেশন আর্মি দূরপাল্লার আধুনিক রেডার সংযোজনের ঘোষণা করেছিল। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতের হাতে থাকা নতুন প্রজন্মের ‘ল্যাঞ্জা-এন’ রেডার প্রযুক্তি ও কার্যকারিতায় সেই ব্যবস্থার থেকেও উন্নত।
আরও পড়ুন : Modi Manipur Visit : ইম্ফলে মোদির সফর ঘিরে কংগ্রেসের বিক্ষোভ, কাংলা ফোর্টের সামনে উত্তেজনা
আত্মনির্ভরতার পথে অগ্রগতি
প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই প্রকল্প ভারতীয় প্রতিরক্ষা শিল্পের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাবে(Indian Navy)। নৌসেনার কৌশলগত আধিপত্য বৃদ্ধির পাশাপাশি ভারতকে আঞ্চলিক নিরাপত্তায় আরও দৃঢ় অবস্থান এনে দেবে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, টিএএসএল-এর কর্নাটক কারখানায় এই রেডার তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই একটি যুদ্ধজাহাজে ‘ল্যাঞ্জা-এন’ সফলভাবে বসানো হয়েছে। টিএএসএল এক বিবৃতিতে জানিয়েছে, “এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”