Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগে ‘অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে (Indian Oil Recruitment)।
ইন্ডিয়ান অয়েলের কাজের সুযোগ (Indian Oil Recruitment)
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) ‘অ্যাপ্রেন্টিস’ পদে নিয়োগ করা হবে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষানবিশ (Apprentice posts) পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে আগ্রহীদের (Indian Oil Recruitment)।
ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে মোট শূন্যপদের সংখ্যা ৫৩৭। আগ্রহী এবং যোগ্যরা দ্রুত আবেদন করে ফেলুন নির্দিষ্ট তারিখের মধ্যে। ২৯ অগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সমস্ত আবেদনকারীদের জন্য প্যানেল কাম মেরিট লিস্ট তৈরি করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যারা সংশ্লিষ্ট পদের জন্য পোর্টালে আবেদন করেছেন এবং আবেদনের জন্য যোগ্যতার যে মাপকাঠি রয়েছে পূরণ করেছেন, তাঁদের সকলের জন্য মেধাতালিকা তৈরি করা হবে সংস্থার তরফে।
কর্তৃপক্ষ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়েছে, সেটি অনুসারে আবেদনকারীরা যে যেমন নম্বর পাবেন তা শতাংশের নিরিখে গ্রাহ্য করা হবে। নম্বরের ভিত্তিতেই বেশি থেকে কম এই ক্রমান্বয়ে আবেদনকারীদের নাম মেধা তালিকায় থাকবে বলে জানানো হয়েছে।

নিযুক্তরা মাসে স্টাইপেন্ড পাবেন সংস্থার তরফে। আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিও গ্রাহ্য করা হবে তাছাড়াও আবেদনকারীদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ ১৫৬টি। অন্যদিকে ওয়েস্টার্ন রিজিয়নে শূন্যপদ ১৫২টি। নদার্ন রিজিয়নে ৯৭টি শূন্যপদ রয়েছে। সাউদার্ন রিজিয়নে রয়েছে ৪৭টি শূন্যপদ। সাউথ-ইস্টার্ন রিজিয়নে রয়েছে ৮৫টি শূন্যপদ (Indian Oil Recruitment)।
আরও পড়ুন : SCO Summit 2025 : সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কী? কারা সদস্য ? কী কাজ এই সংস্থার ?
এই প্রোগ্রাম চলছে ১২ মাস পর্যন্ত। ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযারে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে (Indian Oil Recruitment)।
ডিসক্লেমার
চাকরি প্রার্থীদের জানানোর জন্য এই প্রতিবেদনটি লেখা হয়েছে। বিস্তারিত জানতে চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে যাতে তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি খুঁটিয়ে পড়ে নেন আবেদনের আগে।