ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা(Racism in Ireland)।আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় বংশোদ্ভূতকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। অভিযোগ, একদল কিশোর ভারতীয় বংশোদ্ভূত সন্তোষ যাদবকে নির্মমভাবে মারধর করে গালের হাড় ভেঙে পালিয়ে যায়।আর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা লিঙ্কডইনে পোস্ট করেছেন সন্তোষ যাদব।
বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় বংশোদ্ভূত (Racism in Ireland)
লিঙ্কডইনে ভারতীয় বংশোদ্ভূত লিখেছেন, ‘রাতের খাবার খাওয়ার পর, আমি আমার অ্যাপার্টমেন্টের কাছে হাঁটছিলাম, তখন ছ’জন কিশোরের একটি দল পেছন থেকে আমার উপর আক্রমণ করে(Racism in Ireland)। তারা আমার চশমা ছিনিয়ে নেয়, ভেঙে দেয় এবং তারপর আমার মাথা, মুখ, ঘাড়, বুক, হাত এবং পায়ে নির্মমভাবে মারধর করে – ফুটপাতে আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এরপর আমি পুলিশকে ফোন করি, এবং একটি অ্যাম্বুলেন্স আমাকে ব্লাঙ্কার্ডস্টাউন হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করে মেডিকেল টিম জানায় যে আমার গালের হাড় ভেঙে গিয়েছে। এখন আমাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করা হয়েছে।’

আয়ারল্যান্ডে ভারতীয়দের দুরাবস্থা (Racism in Ireland)
একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত দাবি করেছেন, আয়ারল্যান্ডে ভারতীয়দের বিরুদ্ধে হিংসার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে(Racism in Ireland)। তিনি অভিযোগ করেছেন যে সব জেনেও আয়ারল্যান্ড কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাঁর কথায়, ‘অপরাধীরা স্বাধীনভাবে পালিয়ে বেড়াচ্ছে এবং আবার আক্রমণ করার জন্য উৎসাহিত হচ্ছে।’ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পুলিশ।
আরও পড়ুন-Dinner Date: কানাডায় একান্তে ডিনার ডেটে ক্যাটি পেরি ও ট্রুডো, প্রেমের গুঞ্জনে সরগরম
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ (Racism in Ireland)
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি আয়ারল্যান্ড সরকার, ডাবলিনে অবস্থিত ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রক এবং আয়ারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র-সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে ট্যাগ করেছেন সন্তোষ যাদব(Racism in Ireland)। আর তাঁর এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন পোস্ট করেছেন, ‘এটা পড়ে খুব দুঃখিত।’ আরেকজন লিখেছেন, ‘ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আশা করি তুমি ভালো আছো এবং সঠিক ওষুধ খাচ্ছো। এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে।’ তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘এটা খুবই দুঃখজনক এবং বিরক্তিকর। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ চতুর্থজন আবার লিখেছেন, ‘খুব বিরক্তিকর। এই গ্যাংগুলির কোনও ভয় নেই। আর সবচেয়ে খারাপ দিক? সরকারের নীরবতা। কোনও পদক্ষেপ নেই।’

আরও পড়ুন-Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তকে বেকসুর খালাস
ডাবলিনের ভারতীয় ব্যক্তিকে মারধর (Racism in Ireland)
সম্প্রতি ডাবলিনের রাস্তায় ফেলে এক ভারতীয় ব্যক্তিকে মারধর করার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল(Racism in Ireland)।অভিযোগ, একদল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, এটা বর্ণবিদ্বেষের ঘটনা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা।আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিয়েছেন তাঁরা। যদিও সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ।
