Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাসপোর্ট শুধু বিদেশভ্রমণের (Indian Passport) অনুমতিপত্র নয়, তা এক দেশবাসীর আন্তর্জাতিক পরিচয়ের দলিলও বটে। ভারতের ক্ষেত্রে এই পাসপোর্ট আসে তিনটি আলাদা রঙে নীল, সাদা এবং লাল। তবে রঙের পার্থক্য শুধু নান্দনিকতার জন্য নয়, বরং প্রতিটির পেছনে রয়েছে নির্দিষ্ট শ্রেণিবিভাগ এবং ব্যবহারবিধি।
নীল রঙের পাসপোর্ট (Indian Passport)
নীল রঙের পাসপোর্ট হল সবচেয়ে পরিচিত ও প্রচলিত (Indian Passport) ধরনের। একে সাধারণত ‘টাইপ পি’ বা পার্সোনাল পাসপোর্ট বলা হয়। সাধারণ নাগরিক, ছাত্র, পর্যটক কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা এই পাসপোর্ট ব্যবহার করেন। এটি মূলত ব্যক্তিগত কাজে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ইস্যু করা হয়। ১৮ বছরের বেশি নাগরিকদের জন্য এই পাসপোর্টের মেয়াদ ১০ বছর এবং ১৮ বছরের নিচে হলে তা ৫ বছর পর্যন্ত বৈধ থাকে। পাসপোর্টে পৃষ্ঠা সংখ্যা সাধারণত ৩৬ বা ৬০, যা আবেদনকারীর প্রয়োজন অনুসারে নির্ধারিত হয়।
নীল রঙের পাসপোর্ট (Indian Passport)
সাদা রঙের পাসপোর্ট, যা ‘টাইপ এস’ নামে পরিচিত, দেওয়া হয় সরকারি (Indian Passport) আধিকারিকদের। এই পাসপোর্ট শুধুমাত্র তখনই ইস্যু হয়, যখন কোনও সরকারি কর্মী আন্তর্জাতিক কোনও সম্মেলন, প্রশিক্ষণ বা দায়িত্ব পালনের উদ্দেশ্যে ভ্রমণ করেন। এটি কেবল সরকারি কাজে ব্যবহারের জন্য বরাদ্দ, ব্যক্তিগত প্রয়োজনে নয়। সাধারণত এর মেয়াদ থাকে নির্দিষ্ট কাজের সময়কাল পর্যন্ত অথবা সর্বোচ্চ ৫ বছর।
লাল রঙের পাসপোর্ট
সবচেয়ে বেশি বিশেষাধিকার যুক্ত পাসপোর্ট হল লাল রঙের, যাকে বলা হয় ‘টাইপ ডি’ বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। এটি কেবলমাত্র শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, কূটনীতিক, রাষ্ট্রদূত এবং ভারতের আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য বরাদ্দ থাকে। এই পাসপোর্টধারীরা বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই বা সহজ শর্তে প্রবেশাধিকার পান। বিমানবন্দরে বিশেষ সুবিধা, দ্রুত প্রসেসিং, এবং কূটনৈতিক সুরক্ষার মতো সুযোগও থাকে এই পাসপোর্টে।
এমার্জেন্সি সার্টিফিকেট
এছাড়াও একটি বিশেষ জরুরি পাসপোর্টের ব্যবস্থাও রয়েছে, যাকে বলা হয় এমার্জেন্সি সার্টিফিকেট। বিদেশে পাসপোর্ট হারানো, ভিসা সমস্যায় পড়া অথবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস এই সিঙ্গল-ইউজ ডকুমেন্টটি ইস্যু করে, যাতে নাগরিকটি দেশে ফিরতে পারেন।

আরও পড়ুন: Shah Rukh-Deepika: খারাপ গাড়ি বিক্রির অভিযোগ, এফআইআর শাহরুখ দীপিকার নামে !
এইভাবে ভারতের পাসপোর্টব্যবস্থা শুধু নাগরিকদের ভ্রমণের অনুমতি দেয় না, বরং তাঁদের ভূমিকা ও দায়িত্ব অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। তিন রঙে বিভক্ত এই পাসপোর্টব্যবস্থা আসলে ভারত সরকারের একটি সুচিন্তিত প্রশাসনিক কাঠামোর প্রতিফলন।