ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতি নিয়ত একটা চাকরির(Indian Post Recruitment) জন্য চিন্তায় অতিবাহিত করেন অসংখ্য বেকার যুবক। সেই সমস্ত যুবক যুবতীর জন্য খুশির খবর নিয়ে এলো ভারতীয় ডাক বিভাগ। কোন পদে কারা আবেদনের যোগ্য, কীভাবে জানাবেন আবেদন, মাসিক বেতন কত, নির্বাচন প্রক্রিয়া কী, নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা (Indian Post Recruitment)
ভারতীয় ডাক বিভাগ(Indian Post Recruitment) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
কোন কোন পদে নিয়োগ (Indian Post Recruitment)
শাখা পোস্টমাস্টার (BPM), সহকারী শাখা পোস্টমাস্টার (ABPM), ডাক সেবক পদে নেওয়া হবে কর্মী ডাক বিভাগ থেকে(Indian Post Recruitment)।
আবেদনের ক্ষেত্রে যোগ্যতা
ডাক সেবক পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তার সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
আরও পড়ুন: BHEL Recruitment: একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো BHEL, জানুন কীভাবে করবেন আবেদন
বয়স
১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
মোট শূন্য পদের সংখ্যা
শাখা পোস্টমাস্টার ও সহকারী শাখা পোস্টমাস্টার মিলিয়ে মোট ২১৪১৩ জনকে নিয়োগ (Recruitment) করা হবে।
মাসিক বেতন
শাখা পোস্টমাস্টার (BPM) পদে ১২,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৯,৩৮০/- টাকা, সহকারী পোস্টমাস্টার (ABPM) পদে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০/- টাকা, ডাক সেবক পদে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন মাধ্যমে(Indian Post Recruitment)। ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে ভিজিট করে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্র। তার সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। সর্বশেষে আবেদন মূল্য মিটিয়ে সাবমিট বটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: Modi-Elon Musk: মোদী-মাস্কের সফল বৈঠক, ভারতে টেসলায় কর্মী নিয়োগের বড় বিজ্ঞপ্তি!
নির্বাচন প্রক্রিয়া
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ হবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। প্রার্থীকে বসতে হবে না লিখিত পরীক্ষায়। এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন মূল্য
General/OBC/EWS প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। কোনো রকম আবেদন মূল্য লাগবেনা SC/ST/PwD/ মহিলা প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ হল ০৩/০৩/২০২৫। এই নির্দিষ্ট তারিখের মধ্যে নিজের আবেদনটি সম্পূর্ণ করুন যদি আপনি এই পদ গুলির জন্য আগ্রহী থাকেন।