ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এলেন ভারতীয় মহিলা দল। গত দু’বছরের মধ্যে এটাই ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ র্যাঙ্কিং (Football)।
রাঙ্কিংয়ে উত্থান ভারতের (Football)
ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এখন সৃষ্টি হয়েছে জটিলতা। FIFA রাঙ্কিংয়ে পুরুষদের ফুটবল দলের ক্রমশ অবনতি হতাশ করছে সমর্থকদের। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক ম্যাচ হারছেন তাঁরা। কিন্তু ভারতীয় মহিলা দল নতুন করে আলো (Football)।
রাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকে উপরে থাকা শক্তিশালী থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছেন ভারতীয় মহিলা দল। পুরস্কার স্বরূপ ফিফার ক্রমতালিকায় তাঁরা সাত ধাপ উঠে এসেছেন (Football)।
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হয়ে জ্বলে ওঠেন সঙ্গীতা বাসফোর। জোড়া গোল করেন তিনি। ফলে কঠিন ম্যাচেও ২-১ গোলে জেতে ভারত। তাই একেবারে সাত ধাপ এগিয়ে পৌঁছেছে ৬৩ নম্বরে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে দলের স্থান ছিল ৭০ সেখানে থেকে এই উত্থান অবশ্যই উল্লেখযোগ্য ভারতের ফুটবলের জন্য।

এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে প্রায় প্রতিটা ম্যাচেই বড় জয় পেয়েছে ভারত। মঙ্গোলিয়াকে হারিয়েছে ১৩-০ গোলে। ইরাকের বিরুদ্ধে জিতেছে ৫-০ গোলে। টিমর-লেস্তেকে হারিয়েছে ৪-০ গোলে। ইরাককে ৫-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা (Football)।
২০০৩ সালে শেষবার যোগ্যতার ভিত্তিতে মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল। ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপ খেলে ভারত। এশিয়ান কাপের মূলপর্বে সি গ্রুপে খেলতে দেখা যাবে ‘ব্লু টাইগ্রেসদের’। জাপান ছাড়াও ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে হবে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেইয়ের সঙ্গে। র্যাঙ্কিংয়ের উত্থানে ভারতীয় ফুটবল মহলে খুশির হাওয়া।
ভারতীয় মহিলা দলের এই উত্থানে খুশির হাওয়া ক্রীড়ামহলে। ফুটবল সমর্থকরাও খুশি। আগামীদিনে দলের ভাল খেলার দিকে তাকিয়ে আছেন সবাই (Football)।